shono
Advertisement

‘৩৭১ ধারায় হাত দেবে না বিজেপি’, NRC পরবর্তী অসম সফরে বার্তা অমিতের

এনআরসি-র তালিকা প্রকাশের পর প্রথমবার অসমে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ The post ‘৩৭১ ধারায় হাত দেবে না বিজেপি’, NRC পরবর্তী অসম সফরে বার্তা অমিতের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Sep 08, 2019Updated: 04:36 PM Sep 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ৩৭০ নম্বর ধারার অবলুপ্তি ঘটিয়ে জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা উঠিয়ে নিলেনও, হাত পড়বে না ৩৭১ নম্বর ধারায়৷ গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ-ইস্ট কাউন্সিলের ৬৮তম প্লেনারি সেশনে যোগ দিয়ে কেন্দ্রের এই অবস্থানই স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সাফ জানালেন, বিজেপি কোনও দিন ৩৭১ ধারা স্পর্শ করবে না৷

Advertisement

[ আরও পড়ুন:  বীরবিক্রমে ফিরে এল ‘বিক্রম’, কী হতে পারে ল্যান্ডারের ভবিষ্যৎ?]

এদিনের অনুষ্ঠান মঞ্চে, বেশ কিছুক্ষণ ৩৭১ নম্বর ধারার পক্ষে সওয়াল করতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে৷ তিনি বলেন, ‘‘৩৭১ ধারা হল ভারতীয় সংবিধান প্রদত্ত একটি বিশেষ মর্যাদা৷ ৩৭১ ধারাকে সম্মান করে বিজেপি এবং সরকারের এই অবস্থান কোনওদিন বদলাবে না৷’’ জানা গিয়েছে, ৩৭০ ধারাতে যেমন জম্মু-কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে৷ পররাষ্ট্র, অর্থ ও বিদেশনীতির মতো কয়েকটি বিষয় ছাড়া ওই রাজ্যে বিধানসভার হাতে বিশেষ ক্ষমতা ন্যস্ত করা হয়েছে৷ তেমনই, ৩৭১ ধারাতেও উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে৷ ৩৭১বি ধারায় অসমের জন্য কয়েকটি বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে৷ এই ধারায় অসমের উপজাতি সম্প্রদায়গুলির স্বার্থ রক্ষা করা হয়েছে৷পাশাপাশি, এদিন ঘুরিয়ে আবারও এনআরসির পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ হুঙ্কার দিয়ে জানান, দেশের একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেবে না সরকার৷

[ আরও পড়ুন: সরকারি হাসপাতালে মিলবে না বিনামূল্যের চিকিৎসা, নয়া ফরমান ত্রিপুরায় ]

উল্লেখ্য, গত ৩১ আগস্ট অসমে প্রকাশিত হয়েছে চূড়ান্ত এনআরসি তালিকা৷ যেখানে বাদ গিয়েছে রাজ্যের ১৯ লক্ষ মানুষের নাম৷ এরপরই সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে তৈরি হয় প্রবল ক্ষোভ৷ অভিযোগ ওঠে, এনআরসিতে বাদ গিয়েছে বিপুল পরিমাণ হিন্দু বাঙালির নাম৷ যার ফলে ভোট ব্যাংক নিয়ে চিন্তা বেড়েছে গেরুয়া শিবিরের৷ এমতো পরিস্থিতিতে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর, এদিনই প্রথমবারের জন্য অসমে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সূত্রের খবর, নর্থ-ইস্ট কাউন্সিলের ৬৮তম প্লেনারি সেশনে যোগ দেওয়ার পাশাপাশি, এদিন অসমের বিজেপি নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন তিনি৷

The post ‘৩৭১ ধারায় হাত দেবে না বিজেপি’, NRC পরবর্তী অসম সফরে বার্তা অমিতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার