রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসর পালটা এবার পথে নামছে বিজেপিও৷ কলকাতাতেই হবে সেই অনুষ্ঠান৷ তবে ওইদিনই নয়, সম্ভবত আগস্টে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর কলকাতা সফর চলাকালীন পালিত হবে শহিদ দিবস৷ সাম্প্রতিক সময়ে তৃণমূলের হামলায় নিহত বিজেপি কর্মী, সমর্থকদের উদ্দেশে শ্রদ্ধা জানাতেই বিজেপির এই পরিকল্পনা বলে সূত্রের খবর৷ সেই অনুষ্ঠানে ওইসব শহিদ পরিবাগুলিকেও আমন্ত্রণ করা হবে৷
[আরও পড়ুন: এবার এসএসকেএম, কলকাতার সরকারি হাসপাতালে ফের সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন]
আগস্টে কলকাতা সফরে আসছেন অমিত শাহ৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি৷ বিজেপি সূত্রে খবর, সেইসময় তাঁর উপস্থিতিতেই হতে পারে শহিদ দিবস৷ বুধবার রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়৷ তাঁর দাবি, ২১ জুলাই তৃণমূলের সমাবেশের তুলনায় অন্তত তিনগুণ জনসমাগম হবে বিজেপির শহিদ দিবসে৷ তবে দিনক্ষণ ঠিক হয়নি এখনও৷ মনে করা হচ্ছে, একুশের আগে নিজেদের শক্তিপ্রদর্শনে এই পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি৷
এদিনের সাংবাদিক সম্মেলনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মুকুল রায়৷ আইবি’র একটি সার্কুলেশন দেখিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপির একাধিক নেতা, সাংসদের বিরুদ্ধে নতুন করে মামলা সাজানোর পরিকল্পনা করা হচ্ছে৷ লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, কৈলাস বিজয়বর্গীয়, শমীক ভট্টাচার্য, অর্জুন সিং-সহ একাধিক নেতার গতিবিধি নিয়ে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের উদ্দেশে নির্দেশ জারি করেছে গোয়েন্দা দপ্তর৷ যেখানে এই নেতাদের বক্তব্যের ভিডিও ক্লিপিংস সংগ্রহে রাখার কথা বলা হয়েছে৷ এই তথ্য পেশ করে মুকুল রায় আশঙ্কা প্রকাশ করেছেন, এই সব নেতানেত্রীদের বিরুদ্ধে নতুন করে মামলা সাজানোর ষড়যন্ত্র করছে রাজ্য পুলিশ৷ এনিয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভও উগরে দিয়েছেন তিনি৷
[আরও পড়ুন:প্রয়োজন নেই স্ক্রুটিনির, আবেদন করলেই দেখা যাবে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র]
এদিন মুকুল রায় আর অভিযোগ করেন, বনগাঁ পুরসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বোর্ড গঠন করতে দেওয়া হচ্ছে না৷ বুধবার তাঁর উপস্থিতিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুরসভার ৭৪ এবং ৮২ নং ওয়ার্ড থেকে ২০০ জন বিজেপিতে যোগ দিয়েছেন৷
The post তৃণমূলের শহিদ দিবসের পালটা সমাবেশ বিজেপিরও, একুশের আগে নয়া চাল গেরুয়া শিবিরের appeared first on Sangbad Pratidin.