shono
Advertisement

২০১৯-এ বিজেপিকে হারানো কষ্টকর, টুইটারে বিরোধীদের বিঁধলেন জিগনেশ মেওয়ানি

নিজে মোদি বিরোধী হয়েও কেন এমনটা বললেন এই দলিত নেতা? The post ২০১৯-এ বিজেপিকে হারানো কষ্টকর, টুইটারে বিরোধীদের বিঁধলেন জিগনেশ মেওয়ানি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:39 PM Jul 23, 2018Updated: 07:09 PM Jul 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে মহাজোট গড়ে কেন্দ্রের বিজেপি সরকারকে ধাক্কা দিতে চাইছে কংগ্রেস-সহ বিরোধীরা৷ এমনই পরিস্থিতিতে, সেই প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুললেন মোদি-শাহ জুটির অন্যতম বিরোধী মুখ জিগনেশ মেওয়ানি, কংগ্রেসের সঙ্গে যিনি আবার সু-সম্পর্ক রেখে চলেন৷ বুধবার টুইটারে গুজরাটের এই দলিত নেতা সরাসরি প্রশ্ন করেন, বিরোধীদের কোনও ফলপ্রসূ কর্মসূচী ছাড়া ২০১৯-এ বিজেপিকে পরাজিত করা আদৌ সম্ভবপর কিনা৷

Advertisement

২০১৯-এ নয়াদিল্লির মসনদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হটানোর জন্য অনেকদিন আগে থেকেই ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা৷ অতীতে অনেকবারই সেই উদ্দেশ্যে এক জায়গায় হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, ডিএমকে নেতা স্তালিন, সমাজবাদী পার্টি নেতা তথা মুলয়াম পুত্র অখিলেশ যাদব, বিএসপি সুপ্রিমো মায়াবতী-সহ বাম, আরজেডি, টিডিপির মতো একাধিক বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব৷ কখনও দিল্লিতে বৈঠক করেছেন, কখনও কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে হাত উঁচিয়ে কেন্দ্রের মোদি সরকারকে মহাজোটের বার্তা দিয়েছেন তাঁরা৷ গত সপ্তাহে লোকসভায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেও তাঁদের বার্তা স্পষ্ট করার চেষ্টা করেছেন বিরোধী নেতারা৷ গোরক্ষকদের তাণ্ডব, নোট বাতিল, জিএসটি, গণপিটুনি, নারী সুরক্ষার মতো একাধিক ইস্যুতে বিগত কয়েকটি উপনির্বাচনে একজোট হয়ে লড়াই করে গেরুয়া শিবিরকে প্রাথমিক ধাক্কা দিতেও পেরেছেন তাঁরা৷ কিন্তু বিরোধীদের এই রণকৌশলকে মন থেকে মানতে পারছেন না জিগনেশ মেওয়ানি৷ এই কৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য সেনাপতি অমিত শাহ-কে ধরাশায়ী করা আদৌ সম্ভবপর কিনা তা নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ আর মোদি বিরোধী অন্যতম মুখের এই আশঙ্কা প্রকাশ নিয়েই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা৷ প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনি বিরোধীদের জোটের রণকৌশল নিয়ে হঠাৎ কেন প্রকাশ্যে মুখ খুললেন?

একদিকে যেমন জিগনেশ বিরোধী জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন, তখনই কেন্দ্রের মোদি সরকারকে সতর্ক করছেন বিতর্কিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন৷ গো-রক্ষার নামে সমগ্র দেশে উগ্র-গেরুয়াপন্থীদের তাণ্ডব নিয়ে মোদি সরকারের সমালোচনায় মুখর বিরোধীরা৷ আর কেন্দ্রের বিজেপি সরকারকে সেই বিষয়েই চরম সতর্ক করলেন লেখিকা তসলিমা নাসরিন৷ টুইট করে তিনি জানান, বিরোধী জোটের রাজনৈতিক দলগুলি বা মুসলিমরা নয়, বিজেপি সরকারের সবচেয়ে বড় শত্রু এই গোরক্ষকরা৷

The post ২০১৯-এ বিজেপিকে হারানো কষ্টকর, টুইটারে বিরোধীদের বিঁধলেন জিগনেশ মেওয়ানি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement