shono
Advertisement

‘এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি বানাব’, মমতাকে আক্রমণ রাহুল সিনহার

রথযাত্রা নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে। The post ‘এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি বানাব’, মমতাকে আক্রমণ রাহুল সিনহার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:00 PM Nov 16, 2018Updated: 06:00 PM Nov 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পবিত্রযাত্রা শ্মশানযাত্রায় পরিণত হবে। এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি তৈরি করব।’ রথযাত্রা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূলনেত্রীকে তাঁর হুঁশিয়ারি, ‘আগে রাজ্যকে বাঁচান, তারপর ভিন রাজ্যে প্রার্থী দেবেন।’

Advertisement

[‘মারব এখানে, লাশ পড়বে যেখানে সেখানে’! প্রকাশ্যে ফের কুমন্তব্য দিলীপের]

লোকসভা মুখে বিজেপি-র রথযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। ডিসেম্বর মাসে ৫,৭ ও ৯ তারিখে রাজ্যে তিনটি রথ বের করবেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির রথযাত্রা কর্মসূচি নিশানায় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘ওটা শ্রীকৃষ্ণ বা জগন্নাথের রথ নয়। ওটা ফাইভ স্টার হোটেল। ওর মধ্যে খাওয়া-দাওয়া, ঘোরা-ফেরার এলাহি ব্যবস্থা রয়েছে। ওটা রাবণ যাত্রা।’ শুধু তাই নয়, রথযাত্রার পরের দিন একই জায়গায় একই সময়ে পালটা কর্মসূচিও ঘোষণা করেছেন মমতা্ বন্দ্যোপাধ্যায়। শাসকদলের কর্মসূচির নাম ‘পবিত্র যাত্রা, শান্তি যাত্রা ও একতা যাত্রা।’

নেতাজি ইন্ডোর শাসকদলের বর্ধিত সভার পরপরই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলনেত্রীকে বিঁধলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর হুঁশিয়ারি, ‘পবিত্র যাত্রা শ্মশানযাত্রায় পরিণত হবে। এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি তৈরি করব।’ তবে শুধু বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করাই নয়, দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে লোকসভা ভোটে ঝাড়খণ্ড ও অসমেও প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ, ‘আগে রাজ্য সামলান, তারপর ভিন রাজ্য প্রার্থী দেবেন।’ পঞ্চায়েত ভোট, দুর্নীতি-সহ আরও আর অনেক ইস্যুতেই শাসকদলকে আক্রমণ করেছেন তিনি।

[ ‘মুকুল রায় মুর্দাবাদ’, হুমকি পোস্টারে ছয়লাপ পাহাড়]

The post ‘এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি বানাব’, মমতাকে আক্রমণ রাহুল সিনহার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement