সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করযোগ্য সম্পত্তি প্রকাশ করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কর গোপন না করে সম্পত্তি ও উপার্জনের সঠিক অঙ্ক সরকারের সামনে আনার আহ্বান জানিয়েছিলেন৷ অন্যথায় শাস্তির মুখে পড়তে পারেন দোষীরা এ কথাও জানানো হয়েছিল প্রশাসনের তরফে৷ প্রায় চার মাস প্রচার চালানোর পর ৬৫,২৫০ কোটি ব্ল্যাক মানি বা গোপন করা অর্থ-সম্পত্তির হদিশ পেল কেন্দ্র৷
প্রায় ৬৪,২৭৫ জন নিজেদের উপার্জন ও সম্পত্তির কথা প্রকাশ্যে এনেছেন৷ করযোগ্য সম্পত্তি সামনে আনার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, শুক্রবারই তার শেষ দিন৷ শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৬৫ হাজার কোটিরও বেশি কালো টাকা তথা গোপন করা সম্পত্তি বা অর্থ সামনে এসেছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, এই অঙ্ক আরও বাড়বে যেহেতু আয়কর দফতর এখনও এ বিষয়ে কাজ করে চলেছে, তাই টাকার পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে৷ এর ফলে আয়কর হিসেবে প্রায় ৩০ হাজার কোটি টাকা পাওয়ার সম্ভাবনা সরকারের৷
The post ৬৫,২৫০ কোটি কালো টাকার খোঁজ পেল সরকার appeared first on Sangbad Pratidin.