shono
Advertisement

পানাগড়ে সেনা ছাউনির কাছে একটি বাড়িতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

বিস্ফোরণে আহত ৩।
Posted: 01:52 PM Feb 21, 2019Updated: 03:35 PM Feb 21, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরঃ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল পানাগড়ের বুদবুদের কোটা গ্রাম। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় সেনা ছাউনির কাছেই একটি টিন চালওয়ালা বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ তীব্রতা এতটাই ছিল যে, ঘরের টিনের চাল উড়ে যায়। আহত হন ৩ জন। বিস্ফোরণের পরই ওই বাড়িতে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১ টি ইঞ্জিন। 

Advertisement

[নদিয়ার তাহেরপুরে আক্রান্ত কাশ্মীরি শাল ব্যবসায়ী, গ্রেপ্তার ৫]

স্থানীয় সূত্রে খবর, পানাগড়ের বুদবুদের কোটা গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন ঝাড়খণ্ডের ৫ শ্রমিক। পানাগড়ে শিল্পতালুকের একটি সিমেন্ট কারখানায় কাজ করেন তাঁরা। বৃহস্পতিবার সকালে ঘরে রান্না করছিলেন ওই শ্রমিকেরা । সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে, আগুন লেগে যায় বাড়িটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বুদবুদ থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণের জেরে আহত হন ওই বাড়ির ৩ বাসিন্দা। প্রথমে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় মানকর স্বাস্থ্যকেন্দ্র। পরে সকলেই স্থানান্তরিত করা হয় কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে।

[মাধ্যমিকের প্রশ্নফাঁসের ঘটনায় জারি ধরপাকড়, গ্রেপ্তার আরও ২]

এদিকে যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ি থেকে পানাগড় সেনা ছাউনির দূরত্বও কম খুব বেশি নয়।  প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছিল, গ্যাস সিলিন্ডার থেকেই ঘটেছে বিস্ফোরণ। কিন্তু বিস্ফোরণের পর ওই বাড়ি থেকে অক্ষত অবস্থায়  ৪ টি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি ১ অভিষেক মোদি জানিয়েছে, রান্না করার জন্য দীর্ঘক্ষণ গ্যাস জ্বালিয়ে রাখা হয়েছিল। পরে যখন গ্যাসের আগুন থেকে দেশলাই জ্বালানোর চেষ্টা করা হয়, তখনই বিস্ফোরণ ঘটে। এদিকে এই ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

ছবিঃ উদয়ন গুহরায় 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement