সুমন করাতি, হুগলি: জন্ম থেকে দৃষ্টিহীন। তা সত্ত্বেও ইনসাফ চেয়ে বাবার হাত ধরে ব্রিগেডে শিক্ষক ছেলে। তাঁর কথায়, “রাজ্যে যা চলছে তাতে সোচ্চার হতেই হবে।”
হুগলির চুঁচুড়ার বাসিন্দা অনির্বাণ মুখোপাধ্যায়। জন্ম থেকে দৃষ্টিহীন। পেশায় শিক্ষক। বর্তমানে পোলবার আলিনগর ইয়াসিন মণ্ডল স্কুলে পড়ান তিনি। পাশাপাশি প্রতিবন্ধী আন্দোলন-সহ বহু আন্দোলনের শরিক তিনি। বেকার যুবক-যুবতীদের স্বার্থে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে অনির্বাণকে। মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইনসাফ যাত্রাতেও পা মিলিয়েছিলেন তিনি। রবিবার যুব ফেডারেশনের ডাকে ব্রিগেডের সভায় বাবার হাত ধরে পৌঁছলেন অনির্বাণ।
[আরও পড়ুন: মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে বিতর্কে মালদ্বীপ! ভারতীয়দের ‘উপহাস’ মুইজ্জুর দলের নেতার]
তাঁর কথায়, রাজ্যে যা চলছে যেভাবে চাকরিতে দুর্নীতি হয়েছে, কেন্দ্র-রাজ্য চোর পুলিশ খেলা চলছে। এর বিরুদ্ধে ইনসাফ চাইতে পথে নেমে সোচ্চার হতেই হবে। প্রতিবাদ করতে হবে। তাই চুঁচুড়া থেকে ট্রেন ধরে আজকেও ব্রিগেডে তিনি।
সঙ্গে বাবা চুনিলাল মুখোপাধ্যায়। বয়স ৬৭ বছর। তিনি ১৯৭৭ সাল থেকে যতবার বামেদের ডাকে ব্রিগেড হয়েছে ততবার গিয়েছেন। গত দশটি সভায় ছেলেকে নিয়ে গিয়েছেন। এবারও তার অন্যথা হল না।