সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের গ্রামে গ্রামে বিতর্কিত সাইনবোর্ড। লিখে দেওয়া হল, গ্রামে প্রবেশ করতে পারবেন না অহিন্দু, রোহিঙ্গা মুসলিম এবং হকাররা। স্বাভাবিকভাবেই এই সাইনবোর্ড ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই ধরনের সাইনবোর্ড যে পড়েছে, সেটা নেমে নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনও। তাঁদের দাবি, বহু জায়গায় সাইনবোর্ড সরানো হয়েছে।
রুদ্রপ্রয়াগ মূলত হিন্দুপ্রধান এলাকা। প্রতিবছর বহু পুণ্যার্থী এই এলাকায় যান। সেই রুদ্রপ্রয়াগেই অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার ডাক। জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগের বহু গ্রামে এই একই ধরনের সাইনবোর্ড পড়েছে। তাতে লেখা, "অহিন্দু, রোহিঙ্গা মুসলিম এবং হকারদের প্রবেশ নিষেধ। যদি এই ধরনের কাউকে গ্রামে দেখা যায়, তাহলে শাস্তিমুলক পদক্ষেপ করা হবে।" স্থানীয় গ্রামসভার নামে এই সাইনবোর্ডগুলি দেওয়া হয়েছে। যদিও কারা এর নেপথ্যে স্পষ্ট নয়।
[আরও পড়ুন: ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা! ‘এদেশ ছাড়তে হলে মরেই যাব’, বলছেন লেখিকা]
স্বাভাবিকভাবেই এই সাইনবোর্ড কাণ্ডের তীব্র নিন্দা করেছে স্থানীয় মুসলিম সংগঠনগুলি। তাদের দাবি, রাজ্যে মুসলিমদের পক্ষে বসবাস করাই কঠিন হয়ে পড়ছে। ক্রমাগত তাঁদের টার্গেট করা হচ্ছে। স্থানীয় প্রশাসন অবশ্য দ্রুততার সঙ্গে এ নিয়ে পদক্ষেপ করছে বলে দাবি। রুদ্রপ্রয়াগ পুলিশ স্বীকার করে নিয়েছে, এই ধরনের সাইনবোর্ড কিছু গ্রামে পড়েছে। ইতিমধ্যেই বহু সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। বাকিগুলি সরানোর কাজ চলছে। কারা এই সাইনবোর্ডের পিছনে সেটারও খোঁজ করছে পুলিশ।
[আরও পড়ুন: রাষ্ট্রসংঘের অধিবেশনের মাঝে মোদির সাক্ষাৎপ্রার্থী ইউনুস, সম্মতি এখনও অধরা]
এর আগে কানোয়ার যাত্রা চলাকালীন এই উত্তরাখণ্ডেই বহু মসজিদ ঢেকে দেওয়া হয়েছিল সাদা কাপড়ে। সে নিয়েও বিস্তর বিতর্ক হয়। পরে সেই পোস্টার সরিয়ে দিতে বাধ্য হয় প্রশাসন। এবার গ্রামে গ্রামে এই সাইনবোর্ড বুঝিয়ে দিচ্ছে, উগ্র হিন্দুত্বের দাপট ক্রমশ বাড়ছে বিজেপি শাসিত রাজ্যটিতে।