রাজা দাস, বালুরঘাট: উৎসবের মরশুমে সরকারি হোমে নাবালকের রহস্যমৃত্যু। উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের হোসেনপুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। হত্যা নাকি আত্মহত্যা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই ছাত্রের নাম বিনয় রায়। ২০১৫ সালে বালুরঘাট শহর সংলগ্ন হোসেনপুরের ওই হোমে যায় সে। বুধবার রাতে হোমের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নাবালক। দ্রুত তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায় হোম কর্তৃপক্ষ। সেখানে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। খবর পেয়ে হোমে যান অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ, চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির চেয়ারম্যান মন্দিরা রায়-সহ অন্যান্য আধিকারিকরা। কেন এই মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সূত্রের খবর, কয়েকদিন ধরেই হোমের অন্য আবাসিকদের সঙ্গে ঝামেলা চলছিল বিনয়ের। তার জেরেই কি এই ঘটনা? তা এখনও স্পষ্ট নয়। বিনয়ের বেশকিছু সহপাঠীরা এঘটনায় সন্দেহ প্রকাশ করছে। তবে হোম কর্তৃপক্ষ এবিষয়ে মুখ খোলেনি। এদিকে, বালুরঘাট থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে হোমের অন্যান্য আবাসিকদের সঙ্গে কথা বলছে পুলিশ। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে অভিযোগ দায়ের হবে হোমের তরফে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।