shono
Advertisement

ভুয়ো ক্লিনিকের পর্দাফাঁসের খেসারত? পুড়িয়ে মারা হল বিহারের সাংবাদিককে

অপহরণ করা হয়েছিল ওই সাংবাদিককে।
Posted: 09:02 AM Nov 14, 2021Updated: 12:51 PM Nov 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার (Bihar) জুড়ে জাল ছড়ি্য়েছে ভুয়ো চিকিৎসাকেন্দ্র। সেই জালচক্রের পর্দাফাঁস করতেই প্রতিবেদন তৈরি করছিলেন নীতীশ কুমারের রাজ্যের মাত্র ২২ বছর বয়সি সাংবাদিক তথা আরটিআই কর্মী। সেই  অর্ন্ততদন্ত করতে গিয়ে  শেষপর্যন্ত প্রাণ গেল তাঁর। বিহারের হাই রোডের পাশ থেকে উদ্ধার হল ওই সাংবাদিকের অগ্নিদগ্ধ দেহ।  প্রসঙ্গত, ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, অপহরণ করা হয়েছিল ওই সাংবাদিককে।

Advertisement

বিহারের মধুবনী জেলার বেনিয়াপাত্তি এলাকার বাসিন্দা ২২ বছরের বুদ্ধিনাথ ঝাঁ ওরফে অবিনাশ ঝাঁ। স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যমের কর্মী ছিলেন তিনি। পাশাপাশি, অল্প বয়সেই আরটিআই কর্মী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিপোর্ট পোস্ট করেন অবিনাশ। যার মূল বিষয় ছিল, রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা ভুয়ো ক্লিনিক বা চিকিৎসাকেন্দ্র। তিনি সেই রিপোর্টে একাধিক ভুয়ো ক্লিনিকের পর্দাফাঁস করেছিলেন। তাদের মোটা টাকা জরিমানার পাশাপাশি ক্লিনিকগুলি বন্ধ করার দাবি জানিয়েছিলেন।

[আরও পড়ুন: দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! ‘মা উড়ালপুল’কাণ্ডের পুনরাবৃত্তি, কটাক্ষের মুখে কেন্দ্র]

পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দুদিন পর থেকেই নিখোঁজ ছিলেন অবিনাশ। তাঁকে কেউ বা কারা অপহরণ করেছিল বলেই সন্দেহ পরিবারের। চারদিন নিখোঁজ থাকার পর হাই রোডের পাশ থেকে উদ্ধার হল তাঁর জ্বলে যাওয়া দেহ। কেউ বা কারা দেহটি রাস্তার পাশে ফেলে রেখে চম্পট দিয়েছে বলে সন্দেহ পুলিশের। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় মধুবনী জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক অবিনাশ ঝাঁ। তাঁর বাড়ির কাছে থাকা সিসিটিভিতে দেখা গিয়েছে, মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে ফোনে কথা বলছিলেন দীর্ঘক্ষণ। তার পর তিনি হেঁটে নিকটবর্তী বাজারে যান। সেখান থেকে অভিনাশের আর হদিশ মেলেনি। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা ভেবেছিলেন, অবিনাশ হয়তো কোনও কাজে গিয়েছেন। ফিরে আসবেন। কিন্ত অবিনাশের হদিশ মেলেনি। 

[আরও পড়ুন: তৃণমূল রাজ্য রাজনীতিতে পা রাখতেই ‘দুয়ারে সরকার’ চালু করছে গোয়া সরকারও!]

শনিবার স্থানীয় এক যুবক অবিনাশের পরিবারকে খবর দেয় গ্রাম লাগোয়া হাই রোডে একটি অগ্নিদগ্ধ দেহ পড়ে রয়েছে। পরিবারের সদস্যরা গিয়ে আঙুলের আংটি, পায়ের দাগ ও গলার হার দেখে অবিনাশের দগ্ধ দেহ চিহ্নিত করেন।  পুলিশের প্রাথমিক ধারনা. ওই সাংবাদিককে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement