shono
Advertisement

ভোটের মুখেই বিহারে তরুণীকে ধর্ষণ করে খুন! ঝোপের মধ্যে থেকে উদ্ধার দেহ

তুঙ্গে রাজনৈতিক তরজা।
Posted: 11:25 AM Oct 20, 2020Updated: 11:26 AM Oct 20, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে বিহারে (Bihar)। আর সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে ভোট প্রক্রিয়া। তারই মধ্যে রাজ্যের শেওহর জেলায় তারিয়ানি থানা এলাকায় ঝোপের মধ্যে পাওয়া গেল এক তরুণীর মৃতদেহ। যা ঘিরে ঘনিয়ে উঠেছে রহস্য। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণের (Rape) পরে খুন করা হয়েছে ওই তরুণীকে। জেলার পুলিশ সুপারিটেন্ডেন্ট সন্তোষ কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‘মনে করা হচ্ছে, খুনের আগে ধর্ষণ করা হয়েছিল ওই তরুণীকে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’’

Advertisement

তিনি আরও জানিয়েছেন, ‘‘পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। শেহরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার ওখানে পৌঁছে গিয়েছেন। ডগ স্কোয়াডও ওখানে গেছে। আমরা সবদিক থেকে বিষয়টি খতিয়ে দেখছি। স্থানীয় বাসিন্দা ও তরুণীর আত্মীয়দের সঙ্গেও কথা বলা হচ্ছে।’’

[আরও পড়ুন: ‘করোনা ইস্যুতে কেরলকে অপমানের চেষ্টা করছেন কিছু মানুষ’, অভিযোগ পিনারাই বিজয়নের]

গত সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত যুবতী গণধর্ষণের শিকার হন। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পর থেকে সারা দেশে নারী নির্যাতনের ভয়াবহ পরিস্থিতিটা আরও একবার নতুন করে স্পষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথা NCRB ২০১৯ সালে দেশে মেয়েদের উপর হওয়া অপরাধ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। একের পর এক শিউরে ওঠার মতো পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে ওই রিপোর্ট থেকে। রিপোর্ট অনুযায়ী, দেশে এই মুহূর্তে প্রতি ১৬ মিনিট অন্তর একজন মহিলা ধর্ষিতা হন। আরও উদ্বেগজনক হল, প্রতি ৩০ ঘণ্টা অন্তর কোনও না কোনও মহিলাকে ধর্ষণ করে খুন করা হয় এদেশে। এছাড়া যৌন হেনস্তা, শারীরিক নির্যাতনের ঘটনা তো আকছার ঘটছেই। পরিসংখ্যান বলছে, গতবছর প্রতি ৬ মিনিট অন্তর দেশের কোনও না কোনও মহিলাকে যৌন হেনস্তার শিকার হতে হয়েছে।

[আরও পড়ুন: ব্যক্তিগত যানবাহন নেই, মোষের পিঠে চেপেই মনোনয়নপত্র জমা দিলেন বিহারের নির্দল প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement