অর্ণব দাস, বারাকপুর: রবিনসন স্ট্রিটের ছায়া উত্তর ২৪ পরগনার বরানগরে। তিনদিন ধরে মেয়ের দেহ আগলে রাখলেন মা। মেয়ের দেহ উদ্ধারের পরদিনই মৃত্যু হল মায়ের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৃদ্ধার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, বরানগর ১ নম্বর টি এন চ্যাটার্জী রোডে লালবাড়ি আবাসনের বাসিন্দা দেবী ভৌমিক ও তাঁর মেয়ে দেবলীনা। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই এলাকার বাসিন্দারা আবাসনের প্রথমতল থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। এক পর্যায়ে বাধ্য হয়ে কলিং বেল বাজান প্রতিবেশীরা। ঘর খুলতেই চমকে ওঠে এলাকার তাঁরা। দেখেন, গৃহকর্ত্রী দেবী ভৌমিক তাঁর মেয়ের দেহ আগলে বসে রয়েছেন। ওই মহিলা জানান, মেয়ে বেঁচে উঠবে এই আশায় অপেক্ষা করছেন তিনি। এর পরই খবর দেওয়া হয় বরানগর থানায়। পুলিশ গিয়ে তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
[আরও পড়ুন: নিউজক্লিকের এডিটরের লস্কর যোগ! ৮০০ পাতার চার্জশিট পেশ দিল্লি পুলিশের]
একরাত পেরতে না পেরতেই বুধবার মৃত্যু হল দেবী ভৌমিকের। স্থানীয়রা জানিয়েছেন, ২০০৬ সালে তাঁর স্বামীর সঙ্গে হয় বিবাহ বিচ্ছেদ হয়। তার পর থেকে মেয়ে দেবলীনাকে নিয়েই থাকতেন। তেমনভাবে মিশতেন না প্রতিবেশীদের সঙ্গে। সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন। কিন্তু হঠাৎ কী কারণে এই মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।