বাবুল হক, মালদহ: মহানন্দা নদী থেকে উদ্ধার যুবকের নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে। কে ওই যুবক? কীভাবে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
বিষয়টা ঠিক কী? শুক্রবার সকালে মালদহ শহরের গয়েশপুর এলাকায় মহানন্দা নদীতে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর চাউর হতেই এলাকায় ভিড় হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশেও। এর পরই নদী থেকে উদ্ধার করা হয় নলিকাটা দেহটিকে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের পরনে ছিল শীতের পোশাক।
[আরও পড়ুন: নিজের মৃত্যু কি আগেই বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ! কী হয়েছিল শেষ দিন?]
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের পর পরিকল্পনামাফিক দেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে প্রমাণ লোপাটের জন্য। কে এই যুবক, কোথাকার বাসিন্দা তা জানতে পারেননি তদন্তকারীরা। কী কারণেই বা এই নৃশংসতা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে ইতিমধ্যেই মৃতের পরিচয়ের সন্ধান শুরু করেছে পুলিশ।