shono
Advertisement

Breaking News

‘সারারাত ঘুমোতে পারিনি’, JNU কাণ্ডে উদ্বিগ্ন অনিল কাপুর

প্রতিবাদী মিছিলে হাজির পরিচালক বিশাল ভরদ্বাজ, জোয়া-অনুরাগ-হনসলরা। The post ‘সারারাত ঘুমোতে পারিনি’, JNU কাণ্ডে উদ্বিগ্ন অনিল কাপুর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:01 PM Jan 07, 2020Updated: 04:01 PM Jan 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “গোটা দেশে যা চলছে, তাতে সারারাত দু’চোখের পাতা এক করতে পারিনি…।” “দেশের নাগরিকদের ধর্ম উসকে দিয়ে ভেদাভেদ করছ!” JNU কাণ্ডের প্রতিবাদে সোমবার এরকম কিছু মন্তব্যেই প্রতিবাদে উত্তাল হল বলিউড।

Advertisement

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর গার্লস হোস্টেলে ঢুকে হামলার জেরে দেশজুড়ে নিন্দার ঝড়। JNU কাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমেছেন দিল্লি, মুম্বই-সহ কলকাতা। প্রতিবাদে ফের একজোট হয়েছেন বলিউড তারকারা। সোমবার সন্ধেবেলা মুম্বইয়ের কার্টার রোডের প্রতিবাদী মিছিলে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ, জোয়া আখতার, অনুরাগ কাশ্যপ, রিমা কাগতি, হনসল মেহেতা, অনুভব সিনহা, অভিনেত্রী তাপসি পান্নু, দিয়া মির্জা, রিচা চাড্ডা, গৌহর খান, অভিনেতা আলি ফজল, কমেডিয়ান কুণাল কামরা-সহ আরও অনেকেই। তীব্র নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়াতেও। অন্যদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-এর সমর্থন জোগাড় করতে মরিয়া গেরুয়া শিবিরকেও নাকচ করেছে বলিউডের একাংশ। বৈঠকে অনুপস্থিত থেকে জবাব দিয়েছেন। এবার সেই JNU কাণ্ডেই মুখ খুললেন অভিনেতা অনিল কাপুর।

[আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদ, ছেঁড়া জামাকাপড়ে রক্তাক্ত চেহারায় পোস্ট অভিনেত্রী বিদিতার ]

দেশের ছাত্রসমাজের উপর আঘাত হানায় উদ্বেগ প্রকাশ করলেন অনিল কাপুর। সারারাত দু’চোখের পাতা এক করতে পারেননি অভিনেতা। “ভীষণই বিমর্ষ হয়ে পড়েছি। দেশে এসব কী হচ্ছে? ভেবে ভেবে সারারাত দু’চোখের পাতা এক করতে পারিনি!”, বললেন অনিল। ‘মলঙ্গ’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পাশাপাশি অভিনেতা এও বলেন যে, “হোস্টেলে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। খুবই দুঃখজনক! হিংসা এবং মারধোর করে কোনও দিনই কিছুর সুরাহা হয়নি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।” অনিল কাপুরের সঙ্গে সুর মিলিয়েছেন ‘মলঙ্গ’ সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরও। তিনিও বলেছেন যে, “আমাদের দেশে হিংসার কোনও জায়গা নেই।” 

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে রুদ্ধদ্বার বৈঠকেও বলিউডের একাংশ অনুপস্থিত ছিলেন।  আদৌ কে যোগ দেবেন এবং কে যাবেন না, তা নিয়ে দ্বিধাবিভক্ত বলিউড। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল এবং বিজেপি সহ-সভাপতি জয় পাণ্ডা আমন্ত্রিত পাঁচতারা হোটেলের ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন টিনসেল টাউনের বহু তারকাই। বৈঠক চলাকালীনই ওই হোটেলের বাইরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। অভিনেতাদের উদ্দেশে বিক্ষোভকারীদের বক্তব্য ছিল, “আমরা কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী। CAA, NRC, NPR’কে সমর্থন করে আপনার অনুরাগীদের আশাহত করবেন না।” বৈঠকে যোগ দেননি করণ জোহার, স্বরা ভাস্কর, ফারহান আখতার, রিচা চাড্ডা, কবির খানের মতো প্রথম সারির তারকারা।

[আরও পড়ুন: মুক্তির আগেই আইনি গেরোয় ‘ছপাক’, চিত্রনাট্য চুরির দায়ে মামলা দীপিকার বিরুদ্ধে! ]

The post ‘সারারাত ঘুমোতে পারিনি’, JNU কাণ্ডে উদ্বিগ্ন অনিল কাপুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement