ইন্দ্রনীল শুক্লা: ‘বাংলায় আমাকে প্রশ্ন করতে পারেন, আমি বলতে পারি না ঠিকই, কিন্তু সবটাই বুঝতে পারি।’ ২৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘মাস্টার ক্লাশ’ বিভাগে বক্তৃতা দিতে এসে এমন ভাবেই কথা শুরু করলেন ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’-র ডক্টর গুহ। তাঁর আলোচনার বিষয় ছিল ‘অ্যাক্টর’। একজন অভিনেতা তা সে তিনি মঞ্চ, ফিল্ম কিংবা ওটিটি যে মাধ্যমেই অভিনয় করুন না কেন, তিনি নিজেকে কেমনভাবে প্রস্তুত করবেন তার উপরই আলোকপাত করেন নীরজ। আর সেই প্রসঙ্গেই বলেন, ‘‘অভিনয়ের সঙ্গে জিমে গিয়ে ব্যায়াম করার সত্যি কোনও সম্পর্কই নেই, বিশ্বাস করুন।
তবে একজন অভিনেতাকে শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ থাকতেই হবে। ফ্লেক্সিবল হতে হবে। আর তার জন্য বরং নির্ভর করা উচিত যোগাসন, কালারিপায়াট্টু, ছৌ নাচের মতো ভারতীয় শাস্ত্রের উপর। কারণ, এগুলোর প্রত্যেকটায় আমাদের স্নায়ু সতেজ হয়।’’ মুম্বইয়ের মাসলম্যান-স্টারদের পরোক্ষে খোঁচা দিয়ে তিনি এমনও বলেন, ‘‘অভিনয়ের অনেকখানি আসলে নির্ভর করে অভিনেতার স্নায়ুমস্তিষ্ক কতখানি জাগ্রত ও সক্রিয় তার উপরে। নিজেকে বেশি পেশিবহুল করে ফেললে স্নায়ু অতখানি অনুভূতিশীল থাকে কি!
[আরও পড়ুন: মঙ্গলবার চলচ্চিত্র উৎসবে থাকছে বিতর্কিত পাক ছবি ‘জয়ল্যান্ড’, আর কী কী দেখবেন? ]
নীরজের আলোচনায় সঞ্চালনা করছিলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। তিনি আলাদা করে উল্লেখ করেন ‘সেকরেড গেমস’ ওয়েব সিরিজে পুলিশ অফিসার পারুলকর রোলটির কথা। কেমনভাবে তিনি নিজেকে একটা রোলের জন্য প্রস্তুত করেন সে প্রসঙ্গে নীরজ জানাচ্ছেন, ‘‘একজন অভিনেতার কাজ হল চারপাশের মানুষকে দেখতে থাকা। তাদের সমস্যা ও সুবিধার কথা শুনতে থাকা। সে কেমনভাবে দিন কাটায়, কেমন করে হাঁটে কথা বলে সেই সব কিছু খেয়াল করা।’’