সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালিতে সলমনের সঙ্গে জুটি বেঁধে ধুন্ধুমার অ্যাকশন ক্যাটরিনা কাইফের। ‘টাইগার ৩’ ছবিতে ক্যাটরিনার এমন মারকুটে অবতার দেখে হতবাক ক্যাট অনুরাগীরা। কিন্তু জানেন কি? এই অ্যাকশন করতে গিয়েই বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল ক্যাটরিনাকে। এমনকী, এই দুর্ঘটনায় মৃত্যুও হতে পারত অভিনেত্রীর!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, ”একবার হেলিকপ্টারে একটা অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। মাঝ আকাশে হঠাৎই শুরু হয়ে যায় ঝড়। ঝড়ের দাপটে হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারায়। খুব ভয় পেয়ে গিয়েছিলেন ক্যাটরিনা। ঈশ্বরকে ডাকছিলাম। আর ভাবছিলাম, আমার কিছু হয়ে গেলে, আমার পরিবারের কী হবে, আমার মায়ের কী হবে। এখনও সেই দিনটার কথা ভুলতে পারি না।”
[আরও পড়ুন: ‘সব কিছু ফেলে আজ চলে যাব দূরে’, অনুপমের পোস্টে একাকীত্ব! পরম-পিয়ার বিয়ের দিন কোথায় তিনি?]
ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার সুখের সংসার। কৌশল পরিবারের মধ্যমণি তিনি। ভিকির বাবা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল তো বউমা ক্যাটের দারুণ ফ্যান। মাঝে মধ্য়েই নাকি বউমা ক্যাটকে অ্যাকশনের ট্রেনিংও দেন তিনি। তবে এত কিছু ঘটলেও, ক্যাট কিন্তু বিন্দাস। তাঁর কথায়, ”শুধুই দুষ্টু মিষ্টি নায়িকা নয়, হতে চাই অ্যাকশন প্যাকড।”