সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের শুরু থেকেই বলিউড একেবারে কোমর বেঁধে তৈরি বক্স অফিসে ঝড় তুলতে। সমীক্ষা বলছে, দক্ষিণী ছবির দাপটে ২০২৪-এও খুব একটা কামাল দেখাতে পারেনি বলিউড। স্ত্রী ২ এবং ভুলভুলাইয়া ৩-ই একমাত্র বক্স অফিসে লক্ষ্মীলাভ করতে সমর্থ। তবে ২৫-এর পর্দায় ঝড় তুলতে একেবারে তৈরি বলিউডের একগুচ্ছ ছবি। যেখানে রয়েছেন আলিয়া, সানি দেওল, ভিকি কৌশল, সোনু সুদ, শাহিদ কাপুর, কঙ্গনা রানাউতের মতো বলিউডের হাইভোল্টেজ অভিনেতারা।
তালিকাতে প্রথমেই রয়েছে, কঙ্গনা রানাউতের 'এমার্জেন্সি'। বহুদিন ধরেই বিতর্কের মুখে পড়েছিল এই ছবি। কংগ্রেসের অভিযোগ এই ছবিতে কঙ্গনা, ইন্দিরা গান্ধীর ভাবমূর্তিকে নষ্ট করেছেন। অবশেষে সেন্সর বোর্ডে একাধিক দৃশ্য বাতিল হয়ে, ছবিটি মুক্তি পাচ্ছে, ১০ জানুয়ারি। একই দিনে মুক্তি পাবে সোনু সুদের 'ফতেহ' এবং সাহানা গোস্বামীর 'সন্তোষ'। সাহানার সন্তোষ এই মুহূর্তে রয়েছে অস্কার দৌড়ে।
'গদর ২' ছবির ব্লকবাস্টার সাফল্যের পর ফের পর্দায় সানি দেওলের হুঙ্কার। ছবির নাম লাহোর ১৯৪৭। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সানি ছাড়াও রয়েছেন প্রীতি জিনতা, আলি ফজল, শাবানা আজমির মতো অভিনেতারা। ছবির মুক্তি ২৪ জানুয়ারি। ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। একই সঙ্গে মুক্তি পাবে অক্ষয় কুমারের অ্যাকশন ফ্লিক স্কাই ফোর্স। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান।
ফেব্রুয়ারির ৭ তারিুখ মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের বহু প্রতীক্ষিত ছবি 'ছাবা'। পরিচালক লক্ষণ উতরেকরের এই ছবিতে একেবারে লুক বদলে পর্দায় আসবেন ভিকি কৌশল। ছবিতে ভিকির বিপরীতে রশ্মিকা মান্দানা। খলনায়কের চরিত্রে রয়েছেন অক্ষয় খান্না।
ইতিমধ্য়েই সলমন অনুরাগীরা জেনে গিয়েছেন, নতুন বছরের এপ্রিলে ইদে মুক্তি পাবে সলমনের নতুন ছবি সিকন্দর। কড়া নিরাপত্তার মধ্য়েই এই ছবির শুটিং সারছেন তিনি। সিকন্দর-এ সলমনের বিপরীতে রয়েছেন রশ্মিকা মান্দানা। এই মাসেই মুক্তি পাবে জলি এলএলবি ৩। অক্ষয় কুমার, আরসাদ ওয়ারসি জুটির এই ছবি নিয়ে আগ্রহ কিন্তু বহুদিন ধরেই।
সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে বাগি ৪। ইতিমধ্য়েই এই ছবিতে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তর লুক দেখে হতবাক অনুরাগীরা। এই ছবি যে আপদমস্তক অ্য়াকশনে ভরা হতে চলেছে, তা প্রথম ঝলকেই স্পষ্ট। ছবি মুক্তি সেপ্টেম্বরের ৫ তারিখ।
অক্টোবরে আয়ুষ্মান খুরানার 'থামা', অজয় দেবগণের দেদে প্যার দে এবং শাহিদকে নিয়ে বিশাল ভরদ্বাজের নতুন ছবি থাকবে নজরে।
আর বছর শেষে যশরাজ ব্যানারের আলফা একেবারে চমকে দেবে সিনেপ্রেমীদের। কেননা এই ছবিতে আলিয়া এবং শর্বরী হবেন একেবারে অ্যাকশন প্যাকড। এই ছবিতে রয়েছেন অনীল কাপুর এবং ববি দেওল।