সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০ কোটি টাকার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী লীনা মারিয়া পল (Leena Maria Paul)। রবিবার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের অফিসারদের হাতে গ্রেপ্তার হন এই অভিনেত্রী। লীনার বিরুদ্ধে অভিযোগ তিনি জেলবন্দি প্রতারক প্রেমিক চন্দ্রশেখরের জন্যই নাকি তোলাবাজির সঙ্গে যুক্ত হয়েছেন।
২০১৩ সালে মুক্তি পেয়েছিল পরিচালক সুজিত সরকারের (Shoojit sircar) ছবি ‘মাদ্রাজ ক্যাফে’ ( Madras Cafe)। এই ছবিতেই দেখা গিয়েছিল লীনাকে। বলিউডে মোটামুটি পরিচিতও তিনি।
খবর অনুযায়ী, গত কয়েক মাস হল লীনার প্রেমিক চন্দ্রশেখর জেলে বন্দি। চন্দ্রশেখরের বিরুদ্ধে রয়েছে তোলাবাজি, প্রতারণাসহ মোট ২১ টি অভিযোগ। এই মামলাতেই সাক্ষী হিসেবে পুলিশের কাছে বয়ান দিয়েছে অভিনেত্রী জ্যাকলিন।
[আরও পড়ুন: পুণেতে শুটিং করতে গিয়ে বিপাকে Shah Rukh Khan, ক্যামেরার সামনে জনতার ভিড়!]
সূত্রের খবর অনুযায়ী, জেলে বন্দি থেকেও প্রেমিকা লীনার সাহায্যে তোলাবাজি চালিয়ে যাচ্ছিলেন চন্দ্রশেখর। তবে শুধুই লীনা ছিলেন না। এই কুকর্মে যুক্ত ছিল দুই পুলিশ অফিসার। সঙ্গে ছিল চন্দ্রশেখরের আরও দুই সহযোগী। লীনার সঙ্গে ওই দুই সহযোগী এবং অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিটেন্ডেন্ট এবং ডেপুটি সুপারিটেন্ডেন্টও গ্রেফতার হয়েছেন।
অন্যদিকে, চলতি মাসের প্রথম দিনই এনসিবির বিশেষ আদালতে পেশ করা হলে আরমান কোহলিকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার অভিনেতার আন্ধেরির বাড়িতে যান এনসিবি আধিকারিকরা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে কোকেন বাজেয়াপ্ত করা হয়।
মুম্বইয়ে এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, মাদক কাণ্ডের তদন্তে যথাযথভাবে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিনেতা। সূত্রের খবর, কীভাবে মাদক তার কাছে এল, মাদক কাণ্ডে তার যোগসাজশ সম্পর্কেই জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। তবে অভিনেতার উত্তরে একেবারেই সন্তুষ্ট হয়নি এনসিবি।