সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ (G-20) বৈঠক চলাকালীনই বোমা মেরে বারাণসীর লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি! ভুয়ো ফোনে হুলুস্থুল কাণ্ড। সেই হুমকি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে।
শুক্রবার দুপুরে হঠাৎই বারাণসী বিমানবন্দরে (Varanasi Airport) ফোন করে এক অজ্ঞাতপরিচয় যুবক হুমকি দেন। রীতিমতো গ্যাংস্টারদের স্বরে বিমানবন্দরের কর্মীদের তিনি বলেন, “সন্ধে পর্যন্ত বারাণসী বিমানবন্দরের মানচিত্র বদলে দেব। গোটা বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেব।” সেই হুমকি ফোন আসতেই হুলস্থুল পড়ে যায় বিমানবন্দর চত্বরে। দ্রুত বোমার সন্ধান শুরু করে দেন বিমানবন্দরের দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীরা।
[আরও পড়ুন: ‘সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার’, রাজ্যপালের হুঁশিয়ারির পালটা কটাক্ষ শিক্ষামন্ত্রীর]
তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও কিছু পাননি তাঁরা। এরপর স্থানীয় থানায় বিমানবন্দরের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। ভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। হুমকি ফোনটি যে নম্বরটি থেকে এসেছিল, সেটাকে ট্র্যাক করে থেকে ফোন এসেছিল তা চিহ্নিত করে পুলিশ। কয়েক ঘণ্টার চেষ্টায় উত্তরপ্রদেশেরই ভাদোহী থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে।
[আরও পড়ুন: রাস্তার মাঝেই কিশোরকে মারধর, বাঁচাতে গিয়ে ইটের ঘায়ে প্রাণ গেল বাবার]
পুলিশ (UP Police) সূত্রের খবর, অভিযুক্তের নাম অশোক প্রজাপতি। বছর পঁচিশের ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশ সূত্রের খবর, ওই যুবক সম্ভবত মানসিক ভারসাম্যহীন। তার পরিবার তেমনটাই দাবি করেছে। ওই যুবকের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে।