সঞ্জিত ঘোষ, নদিয়া: অষ্টমীতে পোড়ানো হয় ধুনো। নবমীতে হয় কাদা খেলা। বিশেষ এই রীতির জন্যই রানাঘাটের পালবাড়ির এই পুজো থাকে সকলের আকর্ষণের কেন্দ্রে। প্রতিবছর ভিড় জমান বহু মানুষ।
নদিয়ার (Nadia) রানাঘাটের পালবাড়ি। ২৬৫ বছর আগে পাল বাড়িতে শুরু হয়েছিল দুর্গাপুজো। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে শুধুমাত্র বদল হয়নি পুজোর নিয়মে। পরিবারের এক সদস্যা জানিয়েছেন, ২৬৫ বছর আগে সাগরেশ্বর পালের হাতে শুরু হয়েছিল এই পুজো। এখন এই পুজোর দায়িত্বে বর্তমান বংশধররা। প্রাচীন রীতি মেনেই প্রতিবছর পূজিতা হন দেবীদুর্গা।
[আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর চোখে সুচ ফুটিয়ে খুন! কাঠগড়ায় স্ত্রী ও প্রেমিক]
জানা গিয়েছে, এই বাড়ির পুজোয় রয়েছে বেশ কিছু অন্যরকম রীতি। এই বাড়ির পুজোয় ভোগে দেওয়া হয় লুচি ও কাঁচা সবজি। অষ্টমীর দিন পোড়ানো হয় ধুনো। নবমীতে হয় কাদা খেলা। প্রতিবছর এই বাড়ির পুজোয় এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকেন পরিবারের সদস্যরা। শোনা যায়, দশমীর দিন কেউ না কেউ আসেন প্রসাদ চাইতে, কিন্তু দিতে গেলে তাঁকে আর দেখা যায় না!