shono
Advertisement

‘রাজপুত নয়, যোধাবাঈ ছিলেন পর্তুগিজ মহিলা’

গোয়ার লেখকের এমন দাবিতে এখন যোধাবাঈয়ের অস্তিত্বই সংকটে! The post ‘রাজপুত নয়, যোধাবাঈ ছিলেন পর্তুগিজ মহিলা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:59 PM Apr 03, 2017Updated: 11:55 AM Apr 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজপুত কন্যা যোধার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম সম্রাট জালালউদ্দিন আকবর৷ রাজপুতদের সঙ্গে হাত মিলিয়ে সাম্রাজ্য বিস্তারের জন্যই রাজপুত কন্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ স্কুল পড়ুয়ারা পাঠ্য বইয়ে এই ইতিহাসই পড়ে আসছে৷ কিন্তু গোয়ার এক লেখকের দাবিতে গোটা ইতিহাসই এখন প্রশ্নের মুখে৷ তিনি বলছেন, রাজপুত নয়, যোধাবাঈ আসলে ছিলেন এক পর্তুগিজ মহিলা৷

Advertisement

[মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার স্টিয়ারিংয়ে হাত মহিলাদেরই]

শুনে চমকে উঠতেই পারেন৷ কিন্তু লুই দে আসিস কোরিয়া তাঁর বইয়ে গোটা বিষয়টির ব্যাখ্যাও দিয়েছেন৷ পানাজিতে মুক্তি পেয়েছে তাঁর ১৭৩ পাতার বই ‘পর্তুগিজ ইন্ডিয়া অ্যান্ড মুঘল রিলেশনস ১৫১০-১৭৩৫৷’ সে বইতেই তিনি লিখেছেন, যোধাবাঈ রাজপুত কন্যা ছিলেন না৷ ইতিহাস এর ভুল ব্যাখ্যা দেয়৷ ইতিহাস যাঁকে যোধাবাঈ বলে চিহ্নিত করে তিনি আসলে ডোনা মারিয়া মাসকারেনাস৷ ১৫০০ শতকের মাঝামাঝি সময়ের ঘটনা৷ পর্তুগিজ জাহাজে চেপে আরব সাগর অতিক্রম করছিলেন৷ সঙ্গে ছিলেন বোন জুলিয়ানা৷ সেই সময় তাঁদের বন্দি বানিয়ে আকবরের দরবারে পুরস্কার হিসেবে হাজির করেছিলেন সুলতান বাহাদুর শাহ৷ আকবরের বয়স তখন ১৮৷ বিয়েও হয়ে গিয়েছে৷ কিন্তু ১৭ বছরের ডোনা মারিয়াকে দারুণ পছন্দ হয়ে গিয়েছিল তাঁর৷ তাই দু’জনকেই নিজের জিম্মায় রেখে দিয়েছিলেন মুঘল সম্রাট৷

[সিনেমা দেখেই গর্ভবতী, নাবালিকার দাবিতে বেকায়দায় সেন্সর বোর্ড]

লেখক জানাচ্ছেন, পর্তুগিজ তথা ক্যাথোলিক ধর্মাবলম্বীরা এই ইতিহাস কিছুতেই মেনে নিতে চায় না৷ পাশাপাশি মুসলিম সম্রাটের স্ত্রী একজন বিদেশি, এ সত্যও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল মুঘলরা৷ সেই কারণেই যোধাবাঈ নামক ‘গল্প’টিকে মানুষের সামনে তুলে ধরা হয়৷ লুইয়ের আরও দাবি, এই কারণেই জাহাঙ্গিরের মায়ের পরিচয় নিয়ে ধন্দ রয়ে গিয়েছে৷ ইতিহাসে সেভাবে তাঁর মায়ের উল্লেখ পাওয়া যায়নি৷ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিশেষজ্ঞ শিরিন মুসভির বক্তব্য টেনে তিনি বলেন, ‘আকবরনামা’তে যোধাবাঈয়ের কোনও উল্লেখ নেই৷ লেখা আছে, ভামালের কন্যার সঙ্গে আকবরের বিয়ে হয়েছিল৷ তবে তাঁর নাম যোধাবাঈ ছিল না৷ গোয়ার লেখকের এমন দাবিতে এখন রাজপুত রমণী যোধাবাঈয়ের অস্তিত্বই ঘোর সংকটে!

The post ‘রাজপুত নয়, যোধাবাঈ ছিলেন পর্তুগিজ মহিলা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement