shono
Advertisement

মাঠের বাইরে চিকু-কে চ্যালেঞ্জ জানালেন ব্রাভো

বইটিতে কোচ রাজকুমার শর্মাকে শিক্ষক দিবসে দেওয়া বিরাটের সারপ্রাইজ গিফটের কথাও রয়েছে৷ The post মাঠের বাইরে চিকু-কে চ্যালেঞ্জ জানালেন ব্রাভো appeared first on Sangbad Pratidin.
Posted: 09:40 PM Oct 19, 2016Updated: 04:10 PM Oct 19, 2016

স্টাফ রিপোর্টার: বিরাট কোহলি মাঠে থাকুন বা মাঠের বাইরে৷ তিনি আলোচনার মধ্যেই থাকবেন৷ এটাই এখন স্বাভাবিক৷

Advertisement

কখনও স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে কোহলির গার্লফ্রেন্ডের নাম জানতে চাওয়া হয়, তো আবার কখনও জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ঝলক দিখলা জা’-তে ভারতীয় টেস্ট ক্যাপ্টেনকে নাচের জন্য চ্যালেঞ্জ জানান ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো৷ চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ‘চ্যাম্পিয়ন’ গান ভাইরাল হয়ে গিয়েছিল৷ এবার ভারতীয় রিয়ালিটি শো-এ নাচের মঞ্চ মাতাবেন ব্রাভো৷ সেখানেই কোহলিকে নাচের চ্যালেঞ্জ ছুঁড়েছেন ‘ডিজে’ ব্রাভো৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে তাই মাঠের বাইরেও শিরোনামে সেই বিরাটই৷ ভারতের বিশিষ্ট সাংবাদিক বিজয় লোকপল্লি বিরাট কোহলিকে নিয়ে একটি বই লিখেছেন৷ নাম ‘ড্রিভন’৷ তাতে বিরাটের উত্থান, কোচ রাজকুমার শর্মার অবদান, বিরাটের সঙ্গে তাঁর সতীর্থদের টক-মিষ্টি সম্পর্ক, সবই রয়েছে৷ রয়েছে তাঁর ‘চিকু’ নামটির জন্ম বৃত্তান্তও৷ কিন্তু কোথাও অনুষ্কা শর্মা নেই৷ তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোথাও আলোচনা তো দূর, উল্লেখও নেই৷

অনেকেই হয়তো এতদিনে জেনে গিয়েছেন বিরাটের ডাক নাম ‘চিকু’ কীভাবে হল৷ বিরাট নিজেও অনেক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন৷ এই বইয়েও ধরা পড়েছে সেই প্রসঙ্গ৷ যুবরাজ সিং তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন, বিরাটের এই নামটি বিখ্যাত কমিক চরিত্র ‘চম্পক’ এর অনুকরণে দেওয়া৷ কিন্তু তাঁর এই ডাকনামের পিছনে অন্য গল্প রয়েছে৷ আসলে মুম্বইতে রনজি ট্রফি চলাকালীন বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, রজত ভাটিয়ার মতো তারকাদের সঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পেয়েছিলেন বিরাট৷ ম্যাচে খেলতে না পারলেও এতেই তিনি খুশি ছিলেন৷ ম্যাচের আগেরদিন বিরাট স্থানীয় একটি সেলুন থেকে চুল কেটে টিম হোটেলে আসেন৷ প্রচণ্ড উৎসাহ নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘‘কেমন লাগছে আমাকে?’’ দিল্লির সহকারী কোচ অজিত চৌধুরি মজা করে বলেন, “একদম চিকুর মতো৷” বাংলায় চিকুর অর্থ সবেদা৷ বিরাট অবশ্য রাগ করেননি৷

এছাড়া বইটিতে কোচ রাজকুমার শর্মাকে শিক্ষক দিবসে দেওয়া বিরাটের সারপ্রাইজ গিফটের কথাও রয়েছে৷ বছর তিনেক আগে শিক্ষক দিবসের দিন বিরাট তাঁর কোচ রাজকুমারকে ফোনে শুভেচ্ছা জানান৷ তারপর তাঁর বাড়ির বাইরে সটান একটি স্কোডা গাড়ি রেখে আসেন৷ সঙ্গে মেসেজ, “স্যর, শিক্ষক দিবসে আপনার শিষ্যের দেওয়া ছোট্ট উপহার৷” রাজকুমার সেদিন আবেগ ধরে রাখতে পারেননি৷ কেঁদে ফেলেছিলেন৷ এমনই সব অজানা কথা রয়েছে বইটিতে৷ যাতে অনুষ্কা পর্ব বাদ দিয়ে বাকি অনেক কিছুই উঠে আসবে৷

The post মাঠের বাইরে চিকু-কে চ্যালেঞ্জ জানালেন ব্রাভো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement