shono
Advertisement
Border Gavaskar Trophy 2024

অস্ট্রেলিয়া সিরিজে কি খেলবেন মহম্মদ শামি? কী বলছেন জয় শাহ?

পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পরে জাতীয় দলের হয়ে শামি আর খেলেননি।
Published By: Krishanu MazumderPosted: 04:55 PM Aug 19, 2024Updated: 05:48 PM Aug 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশ ওভারের বিশ্বকাপে নামার পরে চোট সমস্যায় আর খেলতে পারেননি মহম্মদ শামি (Mohammed Shami)। চলতি বছরের শেষে ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেই সিরিজে কি খেলবেন শামি? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, শামির ফিটনেসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এনসিএ।
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন শামি। বোলিংও শুরু করেছেন তিনি। কিন্তু এখনও পুরোদস্তুর ছন্দ পাননি রান আপে। এর মধ্যেই জানা গিয়েছে বোলিং করার সময়ে তিনি ব্যথা অনুভব করছেন না। বোর্ড সচিব জয় শাহকে বলতে শোনা গিয়েছে, “আমাদের দল তৈরি। আমরা জশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়েছি। আশা করছি শামিও সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে। রোহিত শর্মা, বিরাট কোহলিও ফিট। আমাদের দলে অভিজ্ঞতা রয়েছে। দলটাও অভিজ্ঞ।” 

Advertisement

[আরও পড়ুন: ‘এই অবস্থায় টি-২০ বিশ্বকাপ হলে ভুল হবে’, বাংলাদেশে খেলতে নারাজ অজি অধিনায়ক]


শামিকে জাতীয় দলে কতটা দরকার? সেই প্রসঙ্গে জয় শাহ বলেছেন, “মহম্মদ শামি অস্ট্রেলিয়া সফরে যাবে। ওর অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শামিকে দরকার আমাদের।”
অস্ট্রেলিয়ার মাটিতে শামির রেকর্ড বেশ ভালো। আটটি টেস্ট থেকে ৩১টি উইকেট নিয়েছেন। এর মধ্যে দুবার পাঁচ উইকেটও রয়েছে। অস্ট্রেলিয়ার পরিবেশকে দারুণ ভাবে কাজে লাগাতে পারেন শামি। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের অন্যতম সম্পদ তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ (Border Gavaskar Trophy 2024) খেলবে ভারত। ২২ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। পারথে বল গড়াবে সেই টেস্টের। অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। পঞ্চম টেস্ট হবে ৩ জানুয়ারি। আগের বার চারটি টেস্ট হয়েছিল দুদলের মধ্যে। এবার পাঁচটি টেস্ট হবে।

[আরও পড়ুন: ‘ময়দানি ঐক্য বেঁচে থাকুক!’ সোশাল মিডিয়ায় লড়াইয়ের বার্তা দুই প্রধানের প্রাক্তনী মেহতাবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঞ্চাশ ওভারের বিশ্বকাপে নামার পরে চোট সমস্যায় আর খেলতে পারেননি মহম্মদ শামি।
  • চলতি বছরের শেষে ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেই সিরিজে কি খেলবেন শামি?
  • ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, শামির ফিটনেসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এনসিএ।
Advertisement