shono
Advertisement

Breaking News

Ranji Trophy

তৃতীয় উইকেটের পার্টনারশিপে ৬০৬ রান! রনজিতে নয়া ইতিহাস গড়ল শচীনপুত্রের দল

ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন দলের দুই ব্যাটার।
Published By: Anwesha AdhikaryPosted: 08:09 PM Nov 14, 2024Updated: 08:09 PM Nov 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় উইকেটের পার্টনারশিপে ৬০৬ রান! রনজি ট্রফিতে তৈরি হল নতুন ইতিহাস। গোয়া বনাম অরুণাচল প্রদেশের ম্যাচে নজির গড়লেন গোয়ার দুই ব্যাটার স্নেহাল কৌতনকর এবং কাশ্যপ বাকলে। ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন দুজনেই। উল্লেখ্য, গোয়ার হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন শচীন তেণ্ডুলকরের পুত্র অর্জুন। এদিন রনজি ট্রফিতে এক পার্টনারশিপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ল অর্জুনের দল।

Advertisement

প্রথম ইনিংসে ৮৪ রানে অল আউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। ওই ইনিংসেই রনজি কেরিয়ারে প্রথমবার ৫ উইকেট তুলে নেন অর্জুন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ইতিহাস গড়েন দুই ব্যাটার। তৃতীয় উইকেটের পার্টনারশিপে ৬০৬ রান তোলেন স্নেহাল-কাশ্যপ। প্রথম ইনিংসে ২১৫ বলে ৩১৪ রান করেন স্নেহাল। অন্যদিকে ২৬৯ বলে ৩০০ রানের ইনিংস এসেছে কাশ্যপের ব্যাট থেকে। দুই ব্যাটারের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে রনজির একগুচ্ছ রেকর্ড।

রনজিতে এক পার্টনারশিপে সর্বোচ্চ রানের নজির গড়েছেন দুই ব্যাটার। এছাড়াও দ্রুততম ত্রিশতরানের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছেন তাঁরা। রনজিতে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন স্নেহাল। তাঁর সতীর্থ কাশ্যপ রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। দুই ব্যাটারের তাণ্ডবে প্রথম ইনিংসে ৭২৭ রান তোলে গোয়া। রনজির প্লেট পর্যায়ে দলগত রানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন স্নেহালরা। এছাড়াও রনজির ইতিহাসে এই দ্বিতীয়বার এক ইনিংসে কোনও দলের দুজন ব্যাটার ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন।

একের পর এক রেকর্ড গড়ার পরে অরুণাচলকে বিরাট ব্যবধানে হারিয়েছে গোয়া। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও গোয়া বোলিং লাইন আপের সামনে ভেঙে পড়েছে অরুণাচল প্রদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯২ রান তোলে তারা। তবে দ্বিতীয় ইনিংসে চার ওভার বল করে একটাও উইকেট পাননি অর্জুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ইনিংসে ৮৪ রানে অল আউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। ওই ইনিংসেই রনজি কেরিয়ারে প্রথমবার ৫ উইকেট তুলে নেন অর্জুন।
  • রনজিতে এক পার্টনারশিপে সর্বোচ্চ রানের নজির গড়েছেন দুই ব্যাটার। এছাড়াও দ্রুততম ত্রিশতরানের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছেন তাঁরা
  • একের পর এক রেকর্ড গড়ার পরে অরুণাচলকে বিরাট ব্যবধানে হারিয়েছে গোয়া।
Advertisement