shono
Advertisement
Border Gavaskar Trophy

বর্ডার গাভাসকর ট্রফির ভারতের দলঘোষণা কবে? চর্চায় বর্ষীয়ান তারকা, নজরে এক উঠতি প্রতিভাও

২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফি।
Published By: Arpan DasPosted: 01:39 PM Oct 23, 2024Updated: 03:24 PM Oct 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফি(Border Gavaskar Trophy)। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এর আগে দুবারই জিতেছিল টিম ইন্ডিয়া। এবার হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামবেন রোহিত শর্মারা। কারা থাকতে পারেন অস্ট্রেলিয়া সফরের দলে? খবর অনুযায়ী অক্টোবরের শেষ সপ্তাহে ঘোষিত হতে পারে ভারতীয় দল। যেখানে নজরে থাকবেন দুই তারকা।

Advertisement

তাঁদের মধ্যে একজন বহুযুদ্ধের নায়ক। গত অস্ট্রেলিয়া সফরেও একের পর এক বাউন্সার সহ্য করে ভারতের জয়ের পথ তৈরি করেছিলেন। রনজি ট্রফিতে সদ্য সৌরাষ্ট্রের হয়ে ২৩৪ রান করেছেন। তিনি চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দল থেকে এক বছরের বেশি সময় তিনি বাইরে। যদিও বর্ডার গাভাসকর ট্রফির আগে ফের চর্চায় পূজারা। সূত্রের খবর, ভারতীয় দলে তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। ৩৬ বছর বয়সি ক্রিকেটার ২০১৮-১৯ বর্ডার গাভাসকর ট্রফিতে করেছিলেন ৫২১ রান। ২০২০-২১ সফরে তাঁর রান ছিল ২৭১।

একদিকে যেমন পূজারার মতো বর্ষীয়ান তারকা রয়েছেন, তেমনই নাম উঠছে এক তরুণ তারকারও। টি-টোয়েন্টিতে সদ্য অভিষেক হয়েছে তাঁর। অস্ট্রেলিয়া সফরকারী ভারত এ দলেও রয়েছেন। তিনি নীতীশকুমার রেড্ডি। নির্বাচকদের নজরে আছেন ২১ বছর বয়সি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে একজন বাড়তি মিডিয়াম পেসার রাখার কথা ভাবা হচ্ছে। সেখানে বিকল্প হতে পারেন নীতীশ। গত সফরে গাব্বার ম্যাচে শার্দুল ঠাকুরও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। আলোচনায় আসতে পারেন তিনিও।

তবে সমস্ত প্রশ্নের উত্তর মিলবে দলঘোষণার পরই। সূত্রের খবর, পুণে টেস্টের পর বর্ডার গাভাসকর ট্রফির দল জানানো হতে পারে। সেক্ষেত্রে সম্ভাব্য তারিখ জানা যাচ্ছে ২৮ অক্টোবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফি।
  • অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এর আগে দুবারই জিতেছিল টিম ইন্ডিয়া।
  • এবার হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামবেন রোহিত শর্মারা।
Advertisement