shono
Advertisement
Virat Kohli and KL Rahul

বক্সিং ডে টেস্টে নয়া নজিরের দোরগোড়ায় বিরাট, শচীনের রেকর্ড ভাঙার সামনে রাহুলও

বর্ডার গাভাসকর ট্রফিতে রাহুল ভারতের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে ফর্মের জোয়ার-ভাটা চলছে কোহলির ব্যাটে।
Published By: Arpan DasPosted: 04:34 PM Dec 25, 2024Updated: 04:54 PM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। ফলে বক্সিং ডে টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য। সেখানে কার্যকরী ভূমিকা নিতে পারেন ভারতের দুই ব্যাটার কেএল রাহুল ও বিরাট কোহলি। আর মেলবোর্ন টেস্টে নয়া নজিরের সামনে দাঁড়িয়ে আছেন দুই তারকা। ভেঙে দিতে পারেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড।

Advertisement

চলতি সিরিজে ছয় ইনিংসে ২৩৫ রান করেছেন রাহুল। গড় ৪৭। ব্রিসবেনে ৮৪ রান করে ভারতকে ড্র করতে সাহায্য করেছেন তিনি। শুধু তাই নয়, চলতি সিরিজে তিনিই ভারতের সর্বোচ্চ স্কোরার। এবার মেলবোর্নে ভেঙে দিতে পারেন শচীনের রেকর্ড। এর আগে ২০২১ ও ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করেছিলেন। বক্সিং ডে-তে দুটি সেঞ্চুরির রেকর্ড আছে শচীন তেণ্ডুলকর ও অজিঙ্ক রাহানের। সেটা যদিও অন্য দলের বিরুদ্ধে। এবার যদি মেলবোর্নে রাহুল সেঞ্চুরি করতে পারেন, তাহলে বক্সিং ডে টেস্টে তিনটি সেঞ্চুরি হয়ে যাবে তাঁর।

শচীনের রেকর্ড ভাঙার সামনে আছেন বিরাট কোহলিও। বর্ডার গাভাসকর ট্রফিতে ফর্মের জোয়ার-ভাটা চলছে তাঁর ব্যাটে। মেলবোর্নে তাঁর আগের রেকর্ড যথেষ্ট ভালো। সব মিলিয়ে ৩ ম্যাচে ৬ ইনিংসে তিনি করেছেন ৩১৬ রান। যদিও এমসিজি-তে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে শচীনের। ৫ ম্যাচে তাঁর রান ৪৪৯। ৩ ম্যাচে ৩৬৯ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অজিঙ্ক রাহানে। বিরাটের কাছে সুযোগ আছে রাহানের সঙ্গে শচীনকে টপকে যাওয়ার।

চলতি সিরিজে সেঞ্চুরি বাদ দিলে বাকি চার ইনিংসে কোহলির মোট রান ২৬। বারবার অফসাইডের বলে পাতা ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন। তবে তিনি যে ঠিক ফর্ম খুঁজে পাবেন, তা নিয়ে নিশ্চিত রোহিত শর্মা। নেটেও নিজেকে নিবিড় অনুশীলনে ডুবিয়ে রেখেছিলেন বিরাট। এবার দেখার মেলবোর্নে তিনি চেনা ছন্দে ফিরতে পারেন কিনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। ফলে বক্সিং ডে টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য।
  • সেখানে কার্যকরী ভূমিকা নিতে পারেন ভারতের দুই ব্যাটার কেএল রাহুল ও বিরাট কোহলি।
  • আর মেলবোর্ন টেস্টে নয়া নজিরের সামনে দাঁড়িয়ে আছেন দুই তারকা। ভেঙে দিতে পারেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড।
Advertisement