স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে বেশ খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। দলের প্রয়োজনে নিজের ওপেনিং স্লট ছেড়ে এখন মিডল অর্ডারে খেলছেন রোহিত শর্মা। কিন্তু সেখানেও রান আসছে না। ব্রিসবেনেও রান পাননি। দিন কয়েক বাদেই আবার বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে। মেলবোর্নে নামার আগে রোহিতকে টোটকা দিয়ে রাখলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বলে দিলেন, রোহিতকে আগ্রাসী মানসিকতা নিয়ে নামতে হবে।
আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, "আমার মনে হয় রোহিত ছয় নম্বরেও একইরকম বিপজ্জনক হতে পারে। নিজের গেমপ্ল্যান একটু বদলে নিক শুধু। মাঠে নেমে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে, এই মানসিকতাই নিয়েই রোহিত শুধু নামুক। এর বাইরে আর কোনও কিছু ভাবার দরকার নেই।"
রোহিতের ব্যাটিং নিয়ে দেখে অনেকের মনে হয়েছে ভারতীয় অধিনায়ক একটু দোনামোনায় রয়েছেন। ডিফেন্সিভ খেলবেন নাকি আগ্রাসী, সেটা নিয়ে দ্বিধায় থাকছেন। আর সেটাই সমস্যা হচ্ছে। শাস্ত্রীর কথায়, ডিফেন্সিভ ভাবনা থেকে রোহিত একেবারে বেরিয়ে আসুক। বলছিলেন, "একটা ব্যাপার মনে হতে পারে যে ডিফেন্স করবে নাকি অ্যাটাক। আমি বলব ওসব ডিফেন্সের ভাবনা রোহিত ছেড়ে দিক। শুধু আগ্রাসী ক্রিকেট খেলুক। ও বলের লেংথ অনেক আগে থেকেই বুঝে নিতে পারে। অ্যাটাকিং ক্রিকেট খেললে বিপক্ষকে চাপে ফেলে দিতে পারবে। রোহিত শুরুর ওই সময়তে আউট হয়ে যাচ্ছে। তাহলে কেন নিজের স্বাভাবিক খেলাটা খেলবে না? আমি রোহিতকে বলব, মাঠে যাও। আর বিপক্ষকে অ্যাটাক করো। সেটাই সেরা উপায় হবে। আমার মনে হয় রোহিতের রানে ফেরার জন্য এটাই সঠিক উপায়। আর শুধু রোহিত নয়, ভারতের জয়ের ক্ষেত্রেও এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে। কারণ রোহিত যে জায়গায় ব্যাট করতে নামছে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ।"
ব্রিসবেন টেস্টের আগে রোহিতকে ওপেনে ফেরার পরামর্শ দিয়েছিলেন শাস্ত্রী। কিন্তু রোহিত ছয় নম্বরেই ব্যাট এসেছিলেন। একটা ব্যাপার পরিষ্কার, মেলবোর্নেও রোহিত একই জায়গায় ব্যাট করবেন। শাস্ত্রীও চাইছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং অর্ডারে কোনও অদল-বদল আনুক। আসলে লোকেশ রাহুল যেভাবে ব্যাটিং করছেন, সেটা টিমকে যথেষ্ট ভরসা দিচ্ছে। শাস্ত্রী বলছিলেন, "রাহুল দুর্দান্ত ব্যাটিং করছে। দারুণভাবে বল ছাড়ছে। সময় নিয়ে ব্যাটিং করছে। যেভাবে কয়েকটা কভার ড্রাইভ মারছে, সেটা দুর্দান্ত। সবচেয়ে বড় কথা হল, প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করে যাচ্ছে রাহুল। এভাবেই বাকি সিরিজে ব্যাটিং করে যাক।"
এটা ঠিক যে, ব্যাটিং এখনও পর্যন্ত ভারতকে বেশ ভোগাচ্ছে। বিরাট কোহলি পারথে সেঞ্চুরি করলেও, তারপরের ইনিংসগুলোতে রান পাননি। ঋষভ পন্থও তাই। আরও বেশি সমস্যা বেড়েছে রোহিতের রান না পাওয়ায়। এমসিজিতে ভারতীয় অধিনায়ক রানে ফেরেন কি না, সেটাই দেখার।