shono
Advertisement

Breaking News

ট্রেনের ইঞ্জিনে চড়ে সেলফি তোলার চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নাবালকের

নিরাপত্তার গলদের অভিযোগ তুলে স্টেশন মাস্টারের অফিসের সামনে বিক্ষোভ।
Posted: 02:53 PM Apr 08, 2022Updated: 02:53 PM Apr 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্প বয়সে স্মার্টফোন হাতে পেয়ে সেলফি তোলার নেশাই কাল হল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঘোরে প্রাণ গেল ১৬ বছরের নাবালকের।

Advertisement

ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছাতারপুর রেল স্টেশনের। রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে উঠে সেলফি তোলার চেষ্টা করছিল সুহেল মনসুরি নামের এক নাবালক। ঠিক সেই সময়ই হাই-টেনশন ইলেকট্রিক তারে কারেন্ট লেগে ছিটকে পড়ে সে। এই ঘটনার পরই ছড়ায় তীব্র উত্তেজনা। অভিযোগ, নিরাপত্তার গলদের অভিযোগ তুলে স্টেশন মাস্টারের অফিসে ঢিল ছুঁড়ে বিক্ষোভ দেখানো হয়। এমনকী আরপিএফের তরফে খবর, স্টেশন মাস্টারের সঙ্গে অভব্য আচরণ করে উত্তেজিত জনতা। ছিনিয়ে নেওয়া হয় তাঁর ব্যাগ।

[আরও পড়ুন: ঠিক যেন খেলনা! মাটিতে নামতেই দু’টুকরো বিমান, ভাইরাল ভিডিও]

মৃত কিশোরের বন্ধু আশরফ জানান, গতকাল সকালে ছাতারপুর স্টেশনে গিয়েছিল সুহেল। দাঁড়িয়ে থাকা ইঞ্জিন দেখে সেখানে উঠে পড়ে সে। এরপর পকেট থেকে মোবাইল বের করে সেলফি তোলার চেষ্টা করে। সেই সময়ই ওভারহেডের একটি তার ধরে ফেলে সে। তখনই বিদ্যুৎস্পষ্ট হয় সুহেল। সঙ্গে আরপিএফ (RPF) এসে দেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়তেই আসরে নামে পুলিশ। বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করা হয় স্টেশন মাস্টারকেও। আরপিএফের ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার জানান, এই ঘটনায় সিভিল লাইন্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে এই প্রথম নয়, এর আগেও সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা শিরোনামে উঠে এসেছে। কখনও রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা তো কখনও চলন্ত ট্রেনের দরজা থেকে বাইরে ঝুঁকে ছবি তোলার সময় প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার মধ্যপ্রদেশের নাবালকেরও করুণ পরিণতি হল। শোকে কাতর তার পরিবার।

[আরও পড়ুন: ‘১৬তলা থেকে ঝুলিয়ে দিয়েছিল, অল্পের জন্য প্রাণে বেঁচেছি’, প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে বিস্ফোরক চাহাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement