সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরুনি নিয়ে বচসার জেরে খদ্দেরকেই খুন করল নাপিত৷ ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুর এলাকার কাছে৷ দুই অভিযুক্তকে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই৷
ফিরে এল ভোপালের স্মৃতি, কারখানার বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭ শ্রমিকের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মোলারবন্দ গ্রামে সেলুন চালায় অভিযুক্ত দুই ভাই রঘুবীর ও নবমী৷ রবিবার সেখানে চুল কাটতে যায় পবন (২০) নামে স্থানীয় এক যুবক৷ ছুটির দিনে সেলুনে প্রচুর ভিড় ছিল৷ অভিযোগ, পবনকে বসিয়ে রেখে পরে আসা খদ্দেরের কাজ আগে করছিল নবমী৷ এই নিয়ে তার সঙ্গে পবনের বচসা বেধে যায়৷ এর মধ্যেই নবমীর হাতের চিরুনিটি নিয়ে চুল আঁচরাতে থাকেন পবন৷ এতেই রেগে গিয়ে হাতে থাকা চুল কাটার ছুরি দিয়ে পবনকে আক্রমণ করে নবমী৷ ভাইয়ের সঙ্গ দেয় রঘুবীরও৷ দু’জনে মিলে পবনকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ৷
যৌন কেলেঙ্কারিতে জড়াল পাঁচ প্রিমিয়ার লিগ ক্লাবের নাম
ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে রঘুবীর ও নবমী৷ কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে৷ প্রথমে ব্যাপক মারধর করা হয় দুই ভাইকে৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
গরিবের স্বার্থেই কাজ করে চলেছে সরকার, প্রশংসা রাষ্ট্রপতির
The post চিরুনি নিয়ে বচসার জের, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত appeared first on Sangbad Pratidin.