shono
Advertisement

চিরুনি নিয়ে বচসার জের, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত

দুই অভিযুক্তকে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই৷ The post চিরুনি নিয়ে বচসার জের, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত appeared first on Sangbad Pratidin.
Posted: 02:33 PM Jan 31, 2017Updated: 02:32 PM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরুনি নিয়ে বচসার জেরে খদ্দেরকেই খুন করল নাপিত৷ ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুর এলাকার কাছে৷ দুই অভিযুক্তকে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই৷

Advertisement

ফিরে এল ভোপালের স্মৃতি, কারখানার বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭ শ্রমিকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মোলারবন্দ গ্রামে সেলুন চালায় অভিযুক্ত দুই ভাই রঘুবীর ও নবমী৷ রবিবার সেখানে চুল কাটতে যায় পবন (২০) নামে স্থানীয় এক যুবক৷ ছুটির দিনে সেলুনে প্রচুর ভিড় ছিল৷ অভিযোগ, পবনকে বসিয়ে রেখে পরে আসা খদ্দেরের কাজ আগে করছিল নবমী৷ এই নিয়ে তার সঙ্গে পবনের বচসা বেধে যায়৷ এর মধ্যেই নবমীর হাতের চিরুনিটি নিয়ে চুল আঁচরাতে থাকেন পবন৷ এতেই রেগে গিয়ে হাতে থাকা চুল কাটার ছুরি দিয়ে পবনকে আক্রমণ করে নবমী৷ ভাইয়ের সঙ্গ দেয় রঘুবীরও৷ দু’জনে মিলে পবনকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ৷

যৌন কেলেঙ্কারিতে জড়াল পাঁচ প্রিমিয়ার লিগ ক্লাবের নাম

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে রঘুবীর ও নবমী৷ কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে৷ প্রথমে ব্যাপক মারধর করা হয় দুই ভাইকে৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

গরিবের স্বার্থেই কাজ করে চলেছে সরকার, প্রশংসা রাষ্ট্রপতির

The post চিরুনি নিয়ে বচসার জের, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement