সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাপমুক্তি ঘটল। ‘লিটল ফ্লু’র কামড় থেকে সুস্থ হয়ে উঠলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো (Jair Bolsonaro)। শনিবার তাঁর করোনা পরীক্ষার চতুর্থ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট। সুস্থতার নেপথ্যে কৃতিত্ব দিয়েছেন হাইড্রোক্সিক্লোরোকুইনকে। শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্যের খবর জানিয়ে, হাইড্রক্সিক্লোরোকুইনের প্যাকেট হাতে নিজের ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট।
গত ৭ জুলাই করোনা আক্রান্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট বসোনারো। করোনা ভাইরাস নিয়ে তাঁর মনোভাব এই মুহূর্তে সর্বজনবিদিত। প্রথমে মারণ ভাইরাসকে ‘লিটল ফ্লু’ বলে উড়িয়ে দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই মাস্ক পরতে তাঁরও আপত্তি ছিল। পরবর্তী সময়ে ব্রাজিলের করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকায় নিজেই আতঙ্কিত হয়ে পড়েন। বারবার করোনা পরীক্ষা করাতে থাকেন।
[আরও পডুন: চুপসে গেল কিমের গর্বের বেলুন, করোনা রোগীর সন্ধান মিলতেই উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা]
এরপর ৭ তারিখ করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে হোম আইসোলেশনেই চিকিৎসাধীন ছিলেন। বলসোনারো জানিয়েছিলেন যে তিনি করোনামুক্ত হতে নির্ভর করছেন হাইড্রক্সিক্লোরোকুইনের (HCQ) উপর। চিকিৎসকদের পরামর্শ মেনে তা নিয়মিত খাচ্ছেন। হোম আইসোলেশনের মাঝেও কিছুটা বিপদে পড়েছিলেন তিনি। বাগানে খাওয়াতে গিয়ে পোষ্য রিয়া পাখির কামড় খান, যদিও তাতে বড় কোনও আঘাত লাগেনি।
এভাবেই প্রায় দু সপ্তাহ কাটানোর পর গত বুধবার ফের করোনা পরীক্ষা করান তিনি। সেই রিপোর্টও পজিটিভ ছিল। এরপর শনিবারের রিপোর্ট নেগেটিভ আসায় কার্যত হাঁপ ছেড়ে বেঁচেছেন প্রেসিডেন্ট বলসোনারো। ফেসবুক পোস্টে সকলকে ‘সুপ্রভাত’ জানিয়ে নিজের সেরে ওঠার খবর দিয়েছেন। ছবিও পোস্ট করেছেন। যা দেখে বোঝা যাচ্ছে, রোগমুক্ত হয়ে বেশ আনন্দিত ষাটোর্ধ্ব প্রেসিডেন্ট। যদিও বলসোনারো মন্ত্রিসভার দুই সদস্যের শরীরে এদিন করোনার জীবাণু মিলেছে। তাঁদের প্রতি প্রেসিডেন্টের পরামর্শ, ভয়ের কিছু নেই, চিকিৎসকের পরামর্শ মেনে চললে দ্রুত সুস্থ হয়ে যাবেন।
[আরও পডুন: কূটনৈতিক জয় ভারতের, শিখ বিচ্ছিন্নতাবাদীদের জোর ধাক্কা কানাডার]
The post অবশেষে করোনামুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট, কৃতিত্ব দিলেন হাইড্রক্সিক্লোরোকুইনকে appeared first on Sangbad Pratidin.