shono
Advertisement

মর্মান্তিক! অস্ত্রোপচার করে রোগা হতে গিয়ে মৃত্যু গায়িকার

শুক্রবারই অস্ত্রোপচার হয়।
Posted: 01:39 PM Jan 27, 2024Updated: 01:39 PM Jan 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রোগা হওয়ার সহজ উপায়’ খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি! অস্ত্রোপচার করার পরই মৃত্যু জনপ্রিয় গায়িকার। শুক্রবার লাইপোসাকশন হয়। তারপর থেকেই নানারকম সমস্যা দেখা দিতে থাকে তাঁর শরীরে। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয় ওই গায়িকাকে। শেষমেশ চিকিৎসকরা তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন।

Advertisement

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা ডানি লি ওরফে ড্যানিয়েল ফনসেকা মাচাদো, রোগা হতে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন। পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করানও তিনি। কিন্তু তারপর থেকেই নানারকম অস্বস্তিবোধ করতে থাকেন। তাই তড়িঘড়ি ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে পৌঁছলেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন: পুলওয়ামা-বালাকোট দেখিয়েও বক্স অফিসে খাবি খাচ্ছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’! আয় কত?]

ডানির স্বামী মার্সেলো মিরা জানান, আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাধি করা হবে। তাঁদের সাত বছরের এক কন্যাসন্তানও রয়েছে। তবে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কিনা, তা খতিয়ে দেখার জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: ‘জয় হিন্দ, চলুন ভারতকে আরও এগিয়ে নিয়ে যাই’, তেরঙ্গা হাতে আর্জি ‘জওয়ান’ শাহরুখের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement