shono
Advertisement

নারীর স্তনদুগ্ধ নিয়ে আজব মন্তব্য সদগুরুর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

চিকিৎসকদের সম্মেলনে সদগুরু আমন্ত্রিত ছিলেন। The post নারীর স্তনদুগ্ধ নিয়ে আজব মন্তব্য সদগুরুর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 12:53 PM Feb 20, 2020Updated: 12:53 PM Feb 20, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেফাঁস মন্তব্য করে বিপাকে সদগুরু। এবার মহিলাদের স্তনদুগ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। সদগুরুর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। একদিকে যেমন তাঁকে নিয়ে তৈরি হয়েছে একাধিক মিম। পাশাপাশি তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।

Advertisement

ঠিক কী বলেছেন তিনি? ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু ওরফে যাজ্ঞী বাসুদেবের কথায়, পুত্রসন্তানকে স্তন্যপান করানোর সময় একধরণের বিশেষ মাতৃদুগ্ধ তৈরি হয়। আবার কন্যাসন্তানকে দুগ্ধপান করানোর সময় অন্যধরণের মাতৃদুগ্ধ তৈরি হয়। তিনি আরও বলেন, কারোর যদি যমজ সন্তান হয়, সেক্ষেত্রেও একই নিয়ম খাটে। যমজ কন্যা ও পুত্রসন্তানের জন্ম হলে দুগ্ধক্ষরণের পরিমাণ ও গুনগত মান আলাদা হয়।

[আরও পড়ুন :দেওয়ালে মাথা ঠুকে রক্তারক্তি কাণ্ড ঘটাল নির্ভয়ার ধর্ষক বিনয় শর্মা]

[আরও পড়ুন : উত্তরপত্রে ১০০ টাকা রাখলেই পাশ! নিদান স্কুলের প্রিন্সিপালের]

সদগুরুক এহেন মন্তব্য সামনে আসতেই টুইটারে সমালোচনা শুরু হয়ে যায়। নেটিজেনরা প্রশ্ন তোলেন, মহিলাদের স্তন কি লিঙ্গ বৈষম্যকারী? নাকি বিভিন্ন ফ্লেভারের চকোলেট মিলশেক তৈরির মেশিন? চিকিৎসকদের সম্মেলনে সদগুরুকে ডাকা হয়েছে। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। 

The post নারীর স্তনদুগ্ধ নিয়ে আজব মন্তব্য সদগুরুর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement