shono
Advertisement

কাবেরী সমস্যায় মেলেনি গাড়ি, হেঁটেই মন্ডপে চললেন কনে

কাবেরী জলবন্টন নিয়ে মীমাংসা যবেই হোক, বিয়ে তিনি এই লগ্নেই করবেনই, এমনই পণ বেঙ্গালুরুর প্রেমার৷ The post কাবেরী সমস্যায় মেলেনি গাড়ি, হেঁটেই মন্ডপে চললেন কনে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:47 AM Sep 14, 2016Updated: 07:17 PM Sep 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নদী৷ রাজ্য দুই৷ দুই রাজ্যেরই চাই পর্যাপ্ত জল৷ না কর্নাটক, না তামিলনাড়ু – কেউ কারও জন্য এক বিন্দুও জল ছাড়তে রাজি নয়৷ ফল বিক্ষোভ, অশান্তি, অবরোধ৷

Advertisement

কাবেরী নদী নিয়ে জল যে এতদূর গড়াবে, জানতেন না ২৫ বছরের প্রেমা৷ বুধবারই বেঙ্গালুরুর তরুণীর বিয়ে তামিলনাড়ু নিবাসী পাত্রের সঙ্গে৷ কমপক্ষে ৬০০ লোক নিমন্ত্রিত৷ এদিকে বিক্ষোভের জেরে বেশিরভাগ বাস তুলে নিয়েছে কর্ণাটক প্রশাসন৷ বাকি যানবাহন সীমান্ত এলাকা থেকে এমনিতেই উধাও অশান্তির ভয়ে৷ এদিকে লগ্ন যে বয়ে যাচ্ছে!

উপায়ন্তর না দেখে মঙ্গলবারই সিল্কের শাড়ি, গয়নাগাঁটি পড়ে রাস্তায় নেমে পড়েছেন কনে৷ ৬০০ অতিথির বদলে সঙ্গী হয়েছেন মাত্র ২০ জন আত্মীয়-বান্ধব৷ কোনওক্রমে বাস-অটো ধরে পৌঁছনো গিয়েছে তামিলনাড়ু সীমান্তের কাছে হোসুরে৷ কিন্তু সেখান থেকে রাস্তা একেবারেই ফাঁকা৷ অতএব হাঁটার পথই বেছে নিয়েছে কনেপক্ষ৷ হেঁটে সীমান্ত পেরিয়ে তামিলনাড়ু গিয়েই বিয়ের আসরে পৌঁছবেন প্রেমা৷ কাবেরী জলবন্টন নিয়ে মীমাংসা যবেই হোক, বিয়ে তিনি এই লগ্নেই করবেন৷ এই পণ নিয়ে পথে নেমেছেন তরুণী৷

The post কাবেরী সমস্যায় মেলেনি গাড়ি, হেঁটেই মন্ডপে চললেন কনে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement