shono
Advertisement

হামলার ছক বানচাল, পাঠানকোটে নিহত পাক অনুপ্রবেশকারী

পাঠানকোট হামলার পুনরাবৃত্তি রুখে দিল সীমান্তে সদা সতর্ক বিএসএফ জওয়ানরা৷ The post হামলার ছক বানচাল, পাঠানকোটে নিহত পাক অনুপ্রবেশকারী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:43 PM Feb 07, 2017Updated: 09:13 AM Feb 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠানকোট হামলার পুনরাবৃত্তি রুখে দিল সীমান্তে সদা সতর্ক বিএসএফ জওয়ানরা৷ মঙ্গলবার, পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ করার সময় সেনার গুলিতে মারা পড়ে এক পাকিস্তানি জঙ্গি৷ সেনা সূত্রে খবর, এদিন সকালে পাঠানকোটের বামিয়াল সেক্টরে সীমান্তের ওপারে সন্দেহজনক গতিবিধি দেখতে পায় বিএসএফ৷ এরই মধ্যে কয়েকজন সন্ত্রাসবাদী সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে৷ জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায় তারা৷ শুরু হয় গুলির লড়াই৷ বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর এক জঙ্গি নিহত হয়৷ হত জঙ্গি পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে৷ এই ঘটনার পর গোটা পাঠানকোট জেলায় চরম সতর্কতা জারি করা হয়েছে৷ সীমান্তে বাড়িয়ে তোলা হয়েছে সুরক্ষা৷

Advertisement

(২০১৮-র মধ্যে ‘লেজার ওয়াল’ দিয়ে সিল হবে পাক-সীমান্ত)

প্রসঙ্গত, গত বছর পাঠানকোট সীমান্ত পেরিয়ে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিসংগঠন জৈশ-এ-মহম্মদের জঙ্গিরা৷ ওই হামলায় শহিদ হয়েছিলেন ৭ জওয়ান৷ সম্প্রতি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সন্ত্রাসবাদী হামলার সতর্কতা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পাঠিয়েছিল৷ ওই রিপোর্টে আরও বলা হয়েছিল যে, হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর বদলা নিতে কাশ্মীর উপত্যকায় ও সীমান্তবর্তী এলাকায় সেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে জঙ্গিরা৷

মোদির নোট বাতিলের ধাক্কায় জঙ্গি হামলা কমল ৬০ শতাংশ

The post হামলার ছক বানচাল, পাঠানকোটে নিহত পাক অনুপ্রবেশকারী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement