সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোর থেকে সন্ধে অবধি ডিউটি৷ চারিদিকে বরফ৷ ওদিকে তাক করে রাখা শত্রুশিবিরের বন্দুক৷ দুর্গম পরিবেশে পদে পদে যেন ওত পেতে আছে হিমশীতল মৃত্যু৷ সেখানে জীবন-মৃত্যুকে বাজি রেখে যে জওয়ানরা দিনের পর দিন সীমান্ত প্রহরায় রত, তাঁদের দিন কাটছে কীভাবে? নাহ, সেলুলয়েডে সেনার বীরত্বকে যেভাবে রোম্যান্টিক মোড়কে দেখানো হয়, বাস্তব কিন্তু ততটা সুখের নয়৷ আসলে খাবার বলতে সেনাদের কপালে জোটে একখানা পোড়া পরোটা৷ না আছে আচার, না সবজি৷ দুপুরে যে ডাল দেওয়া হয় তা হলুদগোলা জলের থেকে বেশি কিছু নয়৷ কখনও খাবারের অভাবে খালি পেটেই দিন গুজরান৷
কী করে সামনে এল এই রূঢ় বাস্তব? এ তথ্য প্রকাশ্যে এনেছেন তেজ বাহাদুর যাদব নামে এক জওয়ান৷ এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন কীভাবে প্রতিটা দিন কাটে জওয়ানদের৷ সাধারণ মানুষের কাছে তাঁর আর্তি, এই ভিডিও যেন ছড়িয়ে দেওয়া হয় দেশের প্রতিটি কোণে৷ কত নিম্নমানের খাবার খেয়ে তাঁরা জীবনধারণ করছেন, কী দুর্বিসহ কষ্টের মধ্যে তাঁদের দিন কাটাতে হচ্ছে, তা যেন জানতে পারেন দেশের প্রতিটি মানুষ৷
না, এ নিয়ে প্রশাসনের উপর তাঁর কোনও ক্ষোভ নেই৷ তিনি জানেন সরকার তাঁদের স্বাচ্ছন্দ্যে থাকার জন্য সমস্ত খরচই দেয়৷ কিন্তু ভূত আসলে সরষের ভিতরেই৷ সে কথা জানাতে কসুর করেননি ওই জওয়ান৷ তাঁর দাবি, সেনা বাহিনীর উপওয়ালাদের হাতে হাতেই এই টাকা উধাও হয়ে যাচ্ছে৷ ফলে প্রয়োজনীয় ও সঠিক মানের খাবার পাচ্ছেন না জওয়ানরা৷ এমনকী সেনার অন্দরে কালোবাজারি এতটাই রমরমিয়ে চলে যে, কোনও কোনও দিন খাবারের অভাবে খালি পেটেই শুয়ে পড়তে হয় জওয়ানদের৷
এমন রুটিই দেওয়া হয় জওয়ানদের:
যে ডাল দেওয়া হয় জওয়ানদের:
ওই জওয়ানের আশঙ্কা, এই ভিডিও প্রকাশের পর তাঁকে হয়তো আর বাঁচিয়ে রাখা হবে না৷ কেননা উপরওয়ালাদের প্রভাব অনেক বেশি৷ তবু জীবনহানির আশঙ্কা নিয়েও এ কাজ তিনি করেছেন৷ কেননা তিনি চান দেশের প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ সকলেই জানুক, কী অবস্থায় দিন কাটে জওয়ানদের৷ দুর্নীতির কোন পোকা ফোঁপরা করে দিচ্ছে গোটা বাহিনীকে, তাই প্রকাশ্যে আনতে এতবড় ঝুঁকি নিয়েছেন তিনি৷
এই ভিডিও ছড়িয়ে পড়া মাত্র তীব্র ক্ষোভ দেখা দিয়েছে নেটদুনিয়ায়৷ যে সরকার সেনার সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব নেয়, তার জমানাতেই সেনার এই হাল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই৷ যদিও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এখনও এ ভিডিওর কোনও জবাব দেওয়া হয়নি৷
জওয়ানের নিজের মুখেই শুনে নিন কী বললেন তিনি:
মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে পাক পতাকা ওড়াল জেহাদিরা
জলে ও স্থলে ‘ড্রাগন’ বধে আসছে K-4
The post উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের appeared first on Sangbad Pratidin.