সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্তে উত্তেজনা এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাওয়ায় হাই অ্যালার্ট জারি করল বিএসএফ৷ বৃহস্পতিবার বিএসএফ দুটি বিজ্ঞপ্তি জারি করেছে৷ আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের৷
একটিতে নির্দেশ জারি করে, বিএসএফ জওয়ানদের চরম সতর্ক করা হয়েছে৷ সব জওয়ানদের ছুটি বাতিল করে, রিজার্ভে থাকা জওয়ানদেরও অন ডিউটি পোস্টিং দেওয়া হয়েছে৷ একইসঙ্গে জম্মু, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাত সীমান্তে থাকা বিএসএফ চৌকিগুলিকে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে৷ সীমান্তে সব বিএসএফ ইউনিটগুলিতে সশস্ত্র জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে৷
আরেকটি বিজ্ঞপ্তিতে বিএসএফ জানিয়েছে, নিরাপত্তার কারণেই পাক রেঞ্জার্সদের জানিয়ে ওয়াঘা সীমান্তে বিএসএফ জওয়ানদের দৈনিক ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷ বিএসএফ জানিয়েছে, সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে অসামরিক ব্যক্তিদের আনাগোনা, যাতায়াত ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ আইন ভাঙলে শাস্তি পেতে হবে৷ বিএসএফ পাকিস্তান সীমান্তবর্তী এলাকার জেলাগুলির প্রশাসনকে সাহায্যের জন্য তৈরি থাকতে বলেছে৷
অন্যদিকে, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকার দশ কিলোমিটারের মধ্যে বসবাসকারী হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সাম্বা, কাঠুয়া, আরএস পুরা, রাজৌরি, পুঞ্চ সেক্টরের কাছে বসবাসকারী মানুষদের নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়েছে৷ সেই মতো নিজেদের বাড়ি-ঘর ছেড়ে তাঁরা নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করেন৷
সীমান্তের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটি দেখভাল করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকে ফোন করে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ অন্যদিকে, সার্জিক্যাল স্ট্রাইকের পর বৃহস্পতিবারও দু’বার লাইন অফ কণ্ট্রোলে যুদ্ধবিরতি ভেঙে গোলা-গুলি চালাল পাক বাহিনী৷ এদিকে, গোটা পাঞ্জাব জুড়ে জারি হয়েছে সতর্কতা৷
The post সরানো হচ্ছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের, জারি হাই অ্যালার্ট appeared first on Sangbad Pratidin.