সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টির পর মায়াবতীও কি ইন্ডিয়া জোটে? উত্তরপ্রদেশের রাজনীতিতে গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছিল, রবিবার বড় ঘোষণা করতে পারেন বেহেনজি। কিন্তু সেই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিলেন মায়াবতী। আরও একবার স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, কোনও জোটে নয়, বহুজনদের স্বার্থে লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) তাঁর দল একাই লড়বে।
শনিবার এক্স হ্যান্ডেলে মায়াবতী লিখলেন,”বহুজন সমাজ পার্টি (BSP) লোকসভা নির্বাচনে একাই লড়বে। বিএসপি কোনও দলের সঙ্গে জোট করবে না। বা তৃতীয় কোনও ফ্রন্ট তৈরি করবে না। আমরা একাই লোকসভায় লড়ব এবং সর্বশক্তি দিয়ে লড়ব।” বিএসপি সুপ্রিমোর বক্তব্য, এক শ্রেণির সংবাদমাধ্যম বিরোধী দলগুলির সঙ্গে মিলে তাঁর দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মায়াবতীর এই ঘোষণার অর্থ, উত্তরপ্রদেশে এবার লড়াই হবে ত্রিমুখী।
[আরও পড়ুন: কমলের কেন্দ্রেই কংগ্রেসের রক্তক্ষরণ! ‘হাত’ ছেড়ে পদ্মে ৭ কাউন্সিলর]
২০১৯ লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির (Samajwadi Party) সঙ্গে জোট করে লড়ে বিএসপি। সেবার উত্তরপ্রদেশে ১০ আসন পায় বেহেনজির দল। কিন্তু এবার আর কোনও শিবিরের সঙ্গে জোটে নেই মায়াবতী। এমনকী সেভাবে বিজেপি বিরোধিতাও করছেন না তিনি। সরাসরি এনডিএ-তেও যোগ দেননি। ভোটের প্রস্তুতিও সেভাবে নেই। সব মিলিয়ে তাঁর দল দিশেহারা।
[আরও পড়ুন: মোদির হিন্দুত্ব মোকাবিলায় জাতগণনা-কৃষক ক্ষোভ, কংগ্রেসের প্রার্থী তালিকায় কোন ইঙ্গিত?]
যদিও মায়াবতী বারবার দাবি করে আসছেন, একাই লড়ার জন্য প্রস্তুত হচ্ছে তাঁর দল। শুধু উত্তরপ্রদেশ নয়, অন্য রাজ্যেও লড়বে। যদিও তাঁর দল ক্রমশ ভাঙছে। বিএসপির একাধিক সাংসদ ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। সূত্রের দাবি, মায়াবতীর (Mayawati) দলের আরও ৩ সাংসদ বিজেপির সঙ্গে, ৩ সাংসদ সমাজবাদী পার্টির সঙ্গে এবং একজন সাংসদ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন।