shono
Advertisement

হতাশা ঝেড়ে দলীয় কর্মীদের ব্রিগেডে আসার বার্তা বুদ্ধদেবের

অসুস্থ শরীরেও দলীয় মুখপত্রে কলম ধরেছেন বর্ষীয়ান নেতা৷ The post হতাশা ঝেড়ে দলীয় কর্মীদের ব্রিগেডে আসার বার্তা বুদ্ধদেবের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 AM Feb 02, 2019Updated: 09:09 AM Feb 02, 2019

স্টাফ রিপোর্টার: হতাশা ঝেড়ে বাম কর্মী-সমর্থকদের ব্রিগেডের সমাবেশে হাজির থেকে প্রতিবাদ করার পরামর্শ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্য। বিজেপিকে ধর্মীয় ফ্যাসিবাদী হিসাবে উল্লেখ করে তিনি বলেছেন,“বিজেপি ধনী-বৃহৎ জমি মালিকদের দল।” এই বক্তব্যের পাশাপাশি তিনি বাম কর্মীদের উজ্জীবিত করতে বলেছেন,“হিন্দুত্বের আড়ালে দেশজুড়ে দাঙ্গার পরিকল্পনা বামপন্থীরাই রুখতে পারে।” তাঁর কথায়, জলপাইগুড়ির চা বাগান থেকে লালগড়ের আদিবাসী অঞ্চল এবং কোলিয়ারি শিল্পাঞ্চল থেকে সুন্দরবনের বনবাদাড় পর্যন্ত দলীয় কর্মীরা যে প্রচার চালাচ্ছেন ব্রিগেড সমাবেশের জন্য তাও উল্লেখ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনৈতিক মহলের অভিমত, ব্রিগেড সমাবেশ থেকেই লোকসভা ভোটেরও যে প্রস্তুতি নিতে হবে বাম নেতা-কর্মীদের তাও এদিন পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement

[বাজেটের সমালোচনায় এক সুর বাম-কংগ্রেসের, বিরোধীদের কটাক্ষ বিজেপির]

রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ। দলীয় কর্মী সমর্থকদের ব্রিগেডমুখী করতে কোমর বেঁধে নেমে পড়েছেন আলিমুদ্দিনের নেতারা। কিন্তু অসুস্থতার কারণে ঘরবন্দি বুদ্ধদেব ভট্টাচার্য। এই অবস্থায় দলীয় কর্মীদের চাঙ্গা করতে দলীয় মুখপত্রে শুক্রবার কলম ধরেছেন তিনি। এর আগে পঞ্চায়েত নির্বাচনের আগেও দলীয় কর্মীদের ভয় ভীতি কাটিয়ে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বুদ্ধবাবু। এদিন তাঁর সংক্ষিপ্ত লেখায় তিনি রাজ্যের অর্থনৈতিক অবস্থা নিয়ে যেমন সমালোচনা করেছেন তেমনই ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধেও সরব হয়েছেন। তিনি লিখেছেন, ব্রিগেডের জমায়েতে যেমন কৃষক খেতমজুররা যেমন আসবেন, তেমনই কলকারখানার শ্রমিকরাও আসবেন। কারণ হিসাবে তাঁর অভিযোগ, ধান, পাট, আলু, সবজির দাম পাচ্ছেন না চাষিরা। আবার চটকলগুলিতে অনিয়মিত উৎপাদনের জন্য ছাঁটাই হচ্ছে। তবে ব্রিগেড সমাবেশ উপলক্ষে নিবন্ধে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি ও ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বেশি সরব হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর কথায়,“ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা, শিক্ষিত, অল্পশিক্ষিত, যে কোনও একটা কাজ চায়। কেন্দ্রের অর্থনীতিতে ছোট শিল্প ব্যবসা তলিয়ে যাচ্ছে।”

[বিধানসভায় শুরু বাজেট অধিবেশন, রাজ্যে উন্নয়নের প্রশংসা রাজ্যপালের]

এইসব ঘটনারই প্রতিবাদ করতে বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, এইসব ঘটনার প্রতিবাদ হচ্ছেই। তবে ব্রিগেড সমাবেশে বামেরা যে কৃষকদের উপরই ভরসা করছে এদিনের লেখায় তা বারবার স্পষ্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৩ ফেব্রুয়ারি সমবেত প্রতিবাদ হবে বলেই তিনি মনে করেন।

The post হতাশা ঝেড়ে দলীয় কর্মীদের ব্রিগেডে আসার বার্তা বুদ্ধদেবের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement