shono
Advertisement

নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয়

কালো টাকা নির্মূল করে দেশকে স্বচ্ছ অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই প্রস্তাব, জানালেন অর্থমন্ত্রী৷ The post নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয় appeared first on Sangbad Pratidin.
Posted: 02:24 PM Feb 01, 2017Updated: 08:54 AM Feb 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগদে আর তিন লক্ষ টাকার বেশি লেনদেন করা যাবে না৷ পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

Advertisement

এদিন ২০১৭-১৮ সালের সাধারণ বাজেট পেশ করতে গিয়ে প্রথম থেকেই স্বচ্ছ আর্থিক লেনদেনের কথা তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তিনি বলেন কালো টাকা নির্মূল করে দেশকে স্বচ্ছ অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের লক্ষ্য৷ এই প্ররিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) দেশে যে কোনও নগদ লেনদেনে উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সুপারিশ করেছিল৷ সেই সুপারিশ মেনেই সংসদে এই প্রস্তাব দিয়েছেন বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

বাজেট ২০১৭ LIVE: বার্ষিক ২.৫-৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর কমে হল ৫%

গত বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করেছিল বিশেষ তদন্তকারী দল (সিট)৷ নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম বি শাহ৷ সেখানেই কালো টাকা নিয়ন্ত্রণের জন্য নগদ লেনদেনের উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়৷ এর বেশি টাকা নগদের মাধ্যমে লেনদেন করা হলে, তাকে বেআইনি হিসেবে গন্য করে শাস্তি দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল সেই রিপোর্টে৷

বিতর্কিত বাজেট আরও বিতর্কিত আকার ধারণ করল: মুখ্যমন্ত্রী

The post নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement