সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র৷ এই প্রথমবার রেল এবং সাধারণ বাজেট একসঙ্গে পেশ করা হবে৷
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ক্যাবিনেট কমিটির বৈঠক বসেছিল রাজধানীতে৷ উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি-সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী৷ সেখানেই বাজেট পেশ করার দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষদিন সংসদে বাজেট পেশ করা হয়৷ কিন্তু এবার বাজেট নিয়ে খানিকটা অন্য ভাবনা চিন্তা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের৷ নয়া আর্থিকবর্ষ সুষ্ঠুভাবে শুরু করার জন্যই একমাস আগে বাজেট পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর৷ যদিও চলতি মাসের ৩১ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হবে৷ সেদিনই সারা বছরের আর্থিক সমীক্ষার মূল্যায়ণ করা হবে৷ বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে ৯ ফেব্রুয়ারি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর প্রথমবার বাজেট পেশ করা হবে৷ নোট বাতিল ইস্যু সার্বিকভাবে বাজেটে ঠিক কতটা প্রভাব ফেলবে, সেদিকেই তাকিয়ে দেশবাসী৷
The post ফেব্রুয়ারির শুরুতেই পেশ হতে পারে কেন্দ্রীয় বাজেট appeared first on Sangbad Pratidin.