shono
Advertisement

নিম্নচাপের একটানা বৃষ্টিতে বিপত্তি, কলকাতায় ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ

আর কতদিন চলবে বৃষ্টি?
Posted: 05:39 PM Sep 14, 2023Updated: 05:53 PM Sep 14, 2023

নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি। বুধবার রাত থেকে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তার জেরে জল থইথই রাস্তাঘাট। ভাঙল হেদুয়ার বিপজ্জনক বাড়ির একাংশ।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের শক্তি বৃদ্ধি হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। আগামী দুই দিনে ওড়িশার উপর দিয়ে এটি ছত্তিশগড়ে পৌঁছবে। তার পরোক্ষ প্রভাবে বাড়ছে বৃষ্টি। আগামী দুদিন বাংলার উপকূল সংলগ্ন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বজায় থাকবে অস্বস্তি।

[আরও পড়ুন: কারও ছেলের বয়স একমাস, কারও মেয়ে দুমাসের! শোকে পাথর কাশ্মীরে শহিদ ৩ নিরাপত্তারক্ষীর পরিবার]

রাতভর বৃষ্টির জেরে জল থইথই প্রায় সর্বত্র। এদিকে, বৃহস্পতিবার সকালের দিকে হেদুয়ায় একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। ওই বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। এই বাড়িটিতে কেউ না থাকায় হতাহতের কোনও খবর নেই। তবে রাস্তার পাশের বাড়ি ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

[আরও পড়ুন: বিনাশকালে বুদ্ধিনাশ! CEC বিল নিয়ে বিরোধিতার ঝড় তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement