সৌরভ মাজি, বর্ধমান: অবৈধভাবে বালি তোলায় নদের গর্ভে তৈরি হয়েছে মরণফাঁদ। তাতেই তলিয়ে গেল বিপুল।বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল দামোদরে। আচমকা গর্তে পড়ে তলিয়ে যায় ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র। স্থানীয়রা নৌকা নিয়ে তল্লাশি চালান। ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো হয়। নিখোঁজ ছাত্রের নাম বিপুল মিত্র। সোমবার দুপুরে। নিখোঁজ ছাত্রের দেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ঘধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের বড়শুল এলাকায়। বাড়ি বড়শুলের অন্নদাপল্লি এলাকায়। গলসি-১ ব্লকের মানকরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র বিপুল।

[কন্যাশ্রীর অর্থে দুঃস্থ শিশুদের পড়াশোনার ব্যবস্থা, অভিনব উদ্যোগ কলেজ ছাত্রীর]
পুলিশ জানিয়েছে, বিপুলের বাবা দীপক মিত্র পেশায় শ্রমিক। তিনি বড়শুল জুটপার্ক চটের কারখানায় শ্রমিকের কাজ করেন। অনেক কষ্ট করে ছেলেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভরতি করেছিলেন। এদিন পাঁচ বন্ধু মিলে দামোদরে মাছ ধরতে গিয়েছিল। দামোদরের জলে জাল ফেলে মাছ ধরছিল তারা। অসাবধানবশত একটা সময় দামোদরের গর্তে পড়ে পাঁচজনই তলিয়ে যেতে থাকে। বাকি চারজন কোনওক্রমে উঠে গেলেও বিপুল পারেনি। পরে চারজনই বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে। তবে লাভ কিছু হয়নি। বিপুল দামোদরে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। নৌকা নিয়ে শুরু হয় তল্লাশি। দামোদরের বিভিন্ন জায়গায় জাল ফেলে তল্লাশি চালিয়েও ওই ছাত্রের সন্ধান মেলেনি। পরে উদ্ধার হল দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও অদিতি বসু। উদ্ধার কাজে তদারকি করেন তিনি। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরেও। ডুবুরি আনা হয়। ডুবুরি নামিয়ে তল্লাশিতেও হদিশ মেলেনি বিপুলের। ঘটনাস্থলে গিয়ে শক্তিগড় থানার পুলিশও উদ্ধারের কাজে সহয়োগিতা করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেপরোয়াভাবে দামোদরের গর্ভ থেকে বালি তোলার ফলে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। তার ফলে মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি। বিডিও জানিয়েছেন, ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
[পুলিশে আস্থা নেই, সুস্থ সমাজ গড়তে লাঠি হাতে অভিযানে মহিলারাই]
উল্লেখ্য, দামোদর নদের বিভিন্ন জায়গায় কার্যত মরণফাঁদ হয়ে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এর আগে জামালপুরে নদে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন এক মহিলা। গত এক বছরে পূর্ব বর্ধমানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে দামোদরে স্নান করতে গিয়ে। প্রশাসন ব্যবস্থা না নিলে আরও অনেকের একই পরিণতির আশঙ্কা করছেন বাসিন্দারা।
ছবি: মুকুলেসুর রহমান
The post মাছ ধরতে গিয়ে দামোদরে তলিয়ে গেল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া, দেহ উদ্ধার appeared first on Sangbad Pratidin.