সৌরভ মাজি, বর্ধমান: এশীয়স্তরের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ এসেছে৷ কিন্তু, দলের যে স্থায়ী কোচই নেই! প্রতিযোগিতাটি আবার অনুষ্ঠিত হবে চিনে৷ বিদেশে যাওয়ার খরচই বা আসবে কোথা থেকে? পুজোর ছুটির মধ্যে বৈঠকে বসলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্যরা৷ যা নজিরবিহীন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ফুটবল দলকে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড থেকে ৬ লক্ষ টাকা দেওয়া হবে৷ উচ্চশিক্ষা দপ্তর আরও ছয় লক্ষ দিতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে৷ আর কোচের সমস্যা মেটাতে বিশ্বভারতীর দ্বারস্থ হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
[শহরে ফের ডেঙ্গু আতঙ্ক, ৯ দিনের জ্বরে মৃত্যু মহিলার]
চিনে অনুষ্ঠিত হতে চলেছে এশীয়স্তরের ফুটবল প্রতিযোগিতা৷ আর সেই প্রতিযোগিতায় খেলার আমন্ত্রণ পেয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়৷ কিন্তু, গর্বের মুহূর্তেও সমস্যায় জেরবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ একে তো ফুটবল দলের স্থায়ী কোনও কোচ নেই৷ তার উপর বিদেশ সফরের বিপুল খরচ! নবমীর দিনে বৈঠকে বসেছিলেন কর্মসমিতির সদস্যরা৷ ৬ লক্ষ টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় স্পোর্টস বোর্ড৷ বাকি ৬ লক্ষ উচ্চশিক্ষা দপ্তর দিতে রাজি হয়েছে বলে খবর৷ কিন্তু, ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে৷ জানা গিয়েছে, আন্তর্জাতিক মানের ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এ লাইসেন্সধারী কোচ থাকা বাধ্যতামূলক৷ কিন্তু, এ লাইন্সেসধারী তো দূর অস্ত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের স্থায়ী কোচই নেই! তাই বিশ্বভারতীর কোচ সুদর্শন বিশ্বাসকে তাদের ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই ফুটবল দলের কোচের পদটি ফাঁকা৷ তাই এখন যদি অন্য বিশ্ববিদ্যালয়ের কাউকে কোচ করে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গরিমা নষ্ট হবে৷ বস্তত, এই বিষয়টি নিয়ে কর্মসমিতির বৈঠকেও আপত্তি উঠেছিল বলে খবর৷ যদিও এই বিতর্ক নিয়ে মুখ খুলতে চাননি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার সুরজিৎ নন্দী৷ তাঁর সাফ কথা, ‘বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় খেলবে, সেটাই বড় কথা৷ কোচের ব্যাপারে কিছু বলতে পারব না৷ যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলবে৷’
জানা গিয়েছে, চিনে যে ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে, সেটি বিশ্ববিদ্যালয় স্তরে এশীয় পর্যায়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা৷ আগামী ২৮ অক্টোবর চিন রওনা দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল৷ জিমজিয়াং শহরে প্রতিযোগিতা চলবে ২৯ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত৷
[ গঙ্গাদূষণ রুখতে প্রতিমা বিসর্জনে কড়াকড়ি কলকাতা পুরসভার]
The post আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ বর্ধমান বিশ্ববিদ্যালয়কে appeared first on Sangbad Pratidin.