shono
Advertisement

তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা

পোস্টটি Like/Share করে ছড়িয়ে দিন গোটা দেশে... The post তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:36 PM Jan 25, 2017Updated: 04:44 PM Jan 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফাকে তেরঙার রঙে সাজানো হল বুধবার। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ সেই ছবি এদিন টুইট করেছেন৷ সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এবছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছেন আবুধাবির রাজপুত্র শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান। সেই ঘটনাকে সামনে রেখে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে ও সম্মান জানাতে বুর্জ খলিফাকে ভারতের পতাকার রঙে রাঙানো হল। ২৫ ও ২৬ তারিখ এভাবেই আলোকিত হয়ে থাকবে বিশ্বের সবচেয়ে উচ্চতম ইমারত।

The post তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement