shono
Advertisement

Breaking News

মাটির প্রলেপও দূষণের হাত থেকে বাঁচাতে পারবে না তাজমহলকে!

বিশেষজ্ঞদের মতে, এই দূষণের পরিমাণ গাড়ির দূষণের চেয়েও অনেক বেশি ক্ষতি করছে তাজ মহলের৷ The post মাটির প্রলেপও দূষণের হাত থেকে বাঁচাতে পারবে না তাজমহলকে! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:19 PM Oct 16, 2016Updated: 05:52 PM Oct 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌন্দর্য ফেরাতে মাটির প্রলেপ পড়ছে তাজমহলের গায়ে, এমনটা মোটামুটি সংবাদমাধ্যমের দৌলতে সবাই জেনে গিয়েছেন৷ তাই মেরামতির কারণে কয়েকদিন পর্যটকদের জন্য তাজমহল বন্ধ রাখা হবে তাও অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু কেন এভাবে জৌলুস হারাচ্ছে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম? তার উত্তর খুঁজতেই বেরিয়ে এল, এর নেপথ্যে রয়েছে বায়ুদূষণ৷

Advertisement

তাজমহল কে দূষণমুক্ত করতে ইতিমধ্যেই বহু প্রচেষ্টা করা হয়েছে৷ আশেপাশে গাছ লাগানো থেকে শুরু করে নির্ধারিত দূরত্বে গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা, সব ব্যবস্থাই হয়েছে কিন্তু তাও দূষণের কারণেই বারবার মেরামত করতে হচ্ছে তাজমহল৷

ভারত-মার্কিন যৌথ প্রয়াসে এক বিশেষজ্ঞ দল এই বিষয়ে কয়েকদিন ধরেই গবেষণা করছে৷ তাঁরা জানিয়েছেন যে, তাজমহলের আশে পাশে  জঞ্জাল পোড়ানোর ধোঁয়া থেকেই নষ্ট হয়ে যাচ্ছে তাজ মহলের মার্বেল৷ শুধু তাজমহল নয়, এই জঞ্জাল থেকে যে ধোঁয়া তৈরি হচ্ছে এলাকার মানুষের জন্যও তা যথেষ্ট ক্ষতিকারক৷

বিশেষজ্ঞদের মতে, এই দূষণের পরিমাণ গাড়ির দূষণের চেয়েও অনেক বেশি ক্ষতি করছে তাজ মহলের৷ প্রসঙ্গত, আগ্রার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বস্তি এলাকায় বহু দরিদ্র মানুষ জঞ্জাল কুড়িয়ে জীবনযাপন করেন, ফলে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এই কাজ বন্ধ করা সম্ভব নয়৷ তাই তাজমহল রক্ষণাবেক্ষণ কমিটি থেকে বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে এমনটাই জানানো হয়েছে৷

কিন্তু এই অবৈজ্ঞানিক ভাবে জঞ্জাল পুড়িয়ে ফেলার জন্য বায়ুদূষণের পরিমাণ ওই অঞ্চলে ক্রমশ বৃদ্ধি হচ্ছে, যা নিয়ে বেশ চিন্তায় বিশেষজ্ঞমহল৷তাই তাদের মত, ‘মাড প্যাক’ লাগিয়েও এই দূষণের হাত থেকে রেহাই পাবে না তাজমহল৷

The post মাটির প্রলেপও দূষণের হাত থেকে বাঁচাতে পারবে না তাজমহলকে! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement