shono
Advertisement

সাতসকালে দেশপ্রিয় পার্কে দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

পলাতক ঘাতক বাসের চালক। The post সাতসকালে দেশপ্রিয় পার্কে দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 AM Jun 27, 2018Updated: 09:42 AM Jun 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে রাস্তায় বেপরোয়া গতি। সাতসকালেই ঘটল দুর্ঘটনা। দেশপ্রিয় পার্কের কাছে রাসবিহারী অ্যাভিনিউতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক বাসটি সিগন্যাল ভেঙে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। দুর্ঘটনার পর বাস নিয়ে পালিয়ে যায় বাসের চালক। কীভাবে দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখছে লেক থানার পুলিশ। এদিকে মঙ্গলবার রাতে উল্টোডাঙায়ও বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ ওই যুবক রাস্তাতেই পড়েছিলেন বলে অভিযোগ। প্রতিবাদে রাতে ঘণ্টা দেড়েক পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। শেষপর্যন্ত, পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

Advertisement

[প্রাথমিক নিয়োগের চক্র ফাঁস, সিআইডির জালে পাণ্ডা]

দক্ষিণ কলকাতার অত্যন্ত ব্যস্ত রাস্তা রাসবিহারী অ্যাভিনিউ। দিনভর এই রাস্তায় গাড়ি চলাচলের বিরাম নেই। তবে সকালের দিকে গাড়ি চাপ এতটা থাকে না। স্থানীয় বাসিন্দারা অভিযোগ, অপেক্ষাকৃত ফাঁকা রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে চলে বাস। এমনকী, অনেক সময় সিগন্যালও মানেন না চালকরা। শুক্রবার সকালে সেই বেপরোয়া যান চলাচলের কারণে প্রাণ গেল বৃদ্ধার। মৃতের নাম রাধারানি হালদার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল সাতটা নাগাদ দেশপ্রিয় পার্কের কাছে রাস্তা পেরোচ্ছিলেন তিনি। রাসবিহারী মোড় থেকে তখন গড়িয়াহাটের দিকে যাচ্ছিল এক বেসরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা মারে বাসটি। এতটাই জোরে ধাক্কা লাগে, যে রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারান রাধারানিদেবী। দুর্ঘটনার পর তাঁর প্রাথমিক পরিচর্যা করেন পথ চলতি মানুষরাই। শেষপর্যন্ত তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালে রাধারানি হালদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে দুর্ঘটনার পরই বাস নিয়ে পালিয়েছে চালক। প্রত্যক্ষদর্শীদের  অভিযোগ, গতি তো অত্যন্ত বেশি ছিলই, সিগন্যালও ভেঙেছিল গড়িয়াহাটগামী ওই বেসরকারি বাসের চালক। তার জন্যই ঘটে গেল এমন মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে লেক থানার পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। খোঁজ করা হচ্ছে চালকেরও।

[সল্টলেকের অভিজাত রেস্তরাঁর খাবারে ‘বিষ’, নমুনায় মিলল জীবাণু]

এদিকে মঙ্গলবার রাতে উল্টোডাঙার কাছে বাসের ধাক্কায় মারা গিয়েছেন পথচলতি এক যুবক। ঘটনার প্রতিবাদে প্রায় ঘণ্টা দেড়েক রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়েছিলেন ওই যুবক। শেষপর্যন্ত মানিকতলা থানার পুলিশের আশ্বাসে রাত ১টা নাগাদ অবরোধ ওঠে।

[ফ্লিপকার্টে ফোন করতেই বিজেপির সদস্য হওয়ার ডাক, তাজ্জব ক্রেতা]

The post সাতসকালে দেশপ্রিয় পার্কে দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement