shono
Advertisement

এবার বাসস্টপেই তৈরি হল লাইব্রেরি

কোন শহরে নেওয়া হল এমন অভিনব উদ্যোগ? The post এবার বাসস্টপেই তৈরি হল লাইব্রেরি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:25 PM Feb 02, 2017Updated: 09:55 AM Feb 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসস্টপে অপেক্ষারত অবস্থায় আপনি কী করেন? প্রশ্নটা আসা মাত্রই উত্তর আসতে পারে, মোবাইলে গেম খেলি বা চারপাশ প্রত্যক্ষ দেখি। কিন্তু এবার বাসস্ট্যান্ডে অপেক্ষা করার সময়টুকুও কাটাতে পারেন বই পড়ে। সাধারণ মানুষের এই অপেক্ষার সময়কে সুন্দর করতে বাসস্ট্যান্ডেই গড়ে উঠছে লাইব্রেরি। সম্প্রতি অসমে ঘটল এই ঘটনা।

Advertisement

গুয়াহাটির একটি বাসস্টপকে জনগণের স্বার্থে বদলে ফেলা হল লাইব্রেরিতে। বাসস্টপটিকে সাজিয়ে তোলা হল লাইব্রেরির মতো করে। বাসস্টপটিতে ব়্যাক তৈরি করে তাতে ২০০-২৫০ বই রাখার ব্যবস্থা করা হয়েছে। ব্রহ্মপুত্র লিটারেচার ফেস্টিভ্যাল উপলক্ষে এই বাসস্টপ তৈরি করা হয়েছে।

“এই পৃথিবী তাঁদের যাঁরা পড়েন।” এই কথাই লেখা রয়েছে বাসস্টপে।

(কেন্দ্রীয় বাজেটকে ‘গিমিক’ বলে কটাক্ষ বামেদের)

The post এবার বাসস্টপেই তৈরি হল লাইব্রেরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement