shono
Advertisement
T-20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাই কবে? কবেই বা বসছেন নির্বাচকরা? 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের দিকে নজর গোটা দেশের।
Posted: 07:26 PM Apr 29, 2024Updated: 08:56 PM Apr 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা কবে?  কবেই বা বসছেন নির্বাচকরা? সূত্রের খবর, বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য নির্বাচকরা শেষ বারের মতো আলোচনায় বসবেন মঙ্গলবার। ১ মে দল ঘোষণার শেষ দিন। 
এদিকে দল ঘোষণা নিয়ে বহু আগে থেকেই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মা ওপেন করবেন। কিন্তু রোহিত নিজে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক হতে পারেন ঋষভ পন্থ।  

Advertisement

[আরও পড়ুন: ভাগ্যিস ছক্কা মারিনি! ম্যাচ জিতিয়ে মাথায় হাত, ঈশ্বরকে ধন্যবাদ বিরাটের]


আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটেছে পন্থের। গাড়ি দুর্ঘটনার পরে পুরোদস্তুর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়কত্ব করার ক্ষেত্রে পন্থই এগিয়ে। পন্থ ভাইস ক্যাপ্টেন হওয়ার অর্থ হল মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে আর ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, ''জাতীয় নির্বাচকরা হয়তো ভাইস ক্যাপ্টেন হিসেবে পন্থকেই নিয়োগ করবেন। গাড়ি দুর্ঘটনার আগে সহ অধিনায়কত্ব করতো পন্থই।''
২০২২ সালের জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের অধিনায়কও ছিলেন এই উইকেট কিপার। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পছন্দের উইকেট কিপার হবেন পন্থই। সেই সঙ্গে সহ-অধিনায়কত্ব। দল ঘোষণার পরই জানা যাবে, রোহিতের ডেপুটি কে? 

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু স্থির করল পাকিস্তান, নাম পাঠাল এই তিন শহরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা কবে? 
  • কবেই বা বসছেন নির্বাচকরা?
  • সূত্রের খবর, বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য নির্বাচকরা শেষ বারের মতো আলোচনায় বসবেন মঙ্গলবার।
Advertisement