shono
Advertisement

সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে অমিল বাস, নাকাল নিত্যযাত্রীরা

ইচ্ছোমতো ভাড়া চাইছেন অটোচালকরাও! The post সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে অমিল বাস, নাকাল নিত্যযাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:42 AM Oct 29, 2018Updated: 11:42 AM Oct 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভাড়া বৃদ্ধির দাবিতে অভিনব আন্দোলন৷ আগামী তিন দিন স্রেফ অফিস টাইমেই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাসমালিকরা৷ নাকাল নিত্যযাত্রীরা৷ সোমবার সকাল থেকে শহরের  বেশ কিছু রুটের দেখা নেই বেসরকারি বাসের৷ ব্যস্ত সময়ে বাসে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হল অফিসযাত্রীদের৷ এদিকে সুযোগ বুঝে অটোচালকরাও ইচ্ছামতো ভাড়া চাইছেন বলে অভিযোগ৷  যাত্রীদের দাবি, এমনি দিনে যে রুটে ১০ টাকা অটো ভাড়া দিতে হয়, এদিন সেই রুটেই ২৫ থেকে ৩০ টাকা ভাড়া চাইছেন অটোচালকরা৷ কারণ যদি বা দু-একটা আসছে, ভিড়ে চাপে তাতে ওঠাই দায়৷

Advertisement

[দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিরেখা খুঁজতে শহরে হেরিটেজ ওয়াক]

গত ১১ জুন থেকে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে পরিবহণ দপ্তর৷ প্রতি ধাপে ভাড়া বেড়েছে ১ টাকা করে৷ কিন্তু, পেট্রোল-ডিজিলের দাম যে বেড়ে গিয়েছে কয়েকগুণ! তাই ফের বাসের ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন নেমেছে বেসরকারি বাসমালিকদের সংগঠন বেঙ্গল বাস সিন্ডিকেট৷ সংগঠনে সিদ্ধান্ত, সোম থেকে বুধবার পর্যন্ত শহর ও শহরতলিতে শুধুমাত্র অফিস টাইমে বেসরকারি বাস চলবে৷ সকালে ৮ থেকে ১১টা আর বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত বাস পাওয়া যাবে৷ বেসরকারি বাসমালিকদের বক্তব্য, পেট্রোল-সহ  পরিবহণের আনুষাঙ্গিক খরচ বেড়েছে. তাই এখন যা ভাড়া, তাতে আর বাস চালানো সম্ভব নয়৷ বুধবার পর্যন্ত শহরে শুধুমাত্র অফিস টাইমেই শহরে চলবে বেসরকারি বাস৷ বৃহস্পতিবার ভাড়া বৃদ্ধির দাবিতে কলকাতায় মিছিল করবেন বেঙ্গল বাস সিন্ডিকেটের সদস্যরা৷

[নিত্যযাত্রীদের জন্য সুখবর, দুর্ঘটনা এড়াতে কলকাতা মেট্রোতে নতুন রেক]

 

The post সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে অমিল বাস, নাকাল নিত্যযাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement