সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়লেন কিদাম্বি শ্রীকান্ত (Srikanth Kidambi)। ভারতের প্রথম পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে বিডব্লুএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন তিনি। শনিবার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে শ্রীকান্ত রুদ্ধশ্বাস ম্যাচে ১৭-২১, ২১-১৪, ২১-১৭ ব্যবধানে হারালেন ভারতেরই তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনকে।
অল ইন্ডিয়ান সেমিফাইনালে এদিন শুরুটা ভাল করেছিলেন লক্ষ্য। প্রথম গেমটা তিনিই জেতেন। বিরতিতে যাওয়ার আগে ১১-৮ পয়েন্টে এগিয়ে ছিলেন লক্ষ্য। কিন্তু দ্বিতীয় গেম থেকেই ঘুরে দাঁড়ান শ্রীকান্ত। এই গেমেও একসময় এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। কিন্তু শেষ পর্যন্ত নিজের লিড ধরে রাখতে পারেননি তরুণ লক্ষ্য। শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক করে সেটটি শ্রীকান্ত জিতে নেন ২১-১৪ পয়েন্টের ব্যবধানে।
[আরও পড়ুন: জোড়া গোলে ধামাকা হরমনপ্রীতের, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারাল ভারত]
অভিজ্ঞ শ্রীকান্ত দ্রুতই নিজেকে ফিরে পান। এবং দ্বিতীয় গেমটি ২১-১৪ পয়েন্টে সহজেই জেতেন তিনি। তৃতীয় গেমে আবার তীব্র লডা়ই হয়। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়েননি। লড়াই হয়েছে ম্যাচের অন্তিম মূহূর্ত অবধি। একটা সময় ১১-৮ পয়েন্টে লিড নেন লক্ষ্য। একটা সময় খেলার স্কোর ছিল ১৫-১৫। কিন্তু এরপরই অভিজ্ঞতার জোরে বেরিয়ে যান শ্রীকান্ত। সেট শেষ হয় ২১-১৭ পয়েন্টে।
[আরও পড়ুন: মঞ্চে দাঁড়িয়েই কুস্তিগিরকে সপাটে চড় ফেডারেশন প্রধানের, ভিডিও ভাইরাল]
শ্রীকান্ত জিতলেও ম্যাচের শুরু থেকে তাঁকে একেবারে সমানে সমানে টক্কর দিয়েছেন তরুণ লক্ষ্য। যদিও তৃতীয় সেটে এসে তাঁকে অনেকটা ক্লান্ত দেখাচ্ছিল। তাছাড়া কোনও কোনও জায়গায় শ্রীকান্তের অভিজ্ঞতা তরুণ লক্ষ্যর থেকে তাঁকে খানিকটা এগিয়ে দিয়েছে। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের (BWF World Championship) ফাইনালে খেলবেন শ্রীকান্ত। ফাইনালে তাঁর মুখোমুখি হবেন আরেক সেমিফাইনালে ডেনমার্কের অ্যান্ডেরস অ্যানটনসন এবং সিঙ্গাপুরের লো কিন ইউয়ের মধ্যে জয়ীর বিরুদ্ধে। লক্ষ্যকে সন্তুষ্ট থাকতে হল ব্রোঞ্জ পদক পেয়েই।